বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশনের বাস্তবের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য্য (Neel Bhattacharya) এবং তৃণা সাহা (Trina Saha)। দীর্ঘ এক দশক ধরে সম্পর্কে থাকার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও অনস্ক্রিনে এখনো পর্যন্ত কাজ করে উঠতে পারেননি তাঁরা। এর মধ্যেই বিয়ের দু বছর কাটতে না কাটতেই হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে তাঁদের মধ্যে।
এত বছর ধরে একসঙ্গে থেকেছেন নীল তৃণা। কিন্তু তাঁদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটির খবরই শোনা যায়নি কখনো। হঠাৎ করে বিয়ের পরেই এমন গুঞ্জন ছড়ানোর কারণ কী তা জানা যায়নি। অবশ্য বিষয়টা নিয়ে নীল তৃণা বিশেষ পাত্তা দিতে রাজি নন। এসব কানাঘুঁষো ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন তাঁরা।

আপাতত নিজের সিরিয়াল ‘বালিঝড়’ এর শুটিং নিয়ে ব্যস্ত তৃণা। অন্যদিকে নীল রয়েছেন শহরের বাইরে। ব্যাঙ্ককে রোম্যান্সে ব্যস্ত তিনি। রয়েছেন সঙ্গিনীও। স্ত্রীকে কলকাতায় রেখে কার সঙ্গে ব্যাঙ্ককে ঘুরছেন নীল? ব্যাপারটা কী?
আসলে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ এর শুটিং হচ্ছে ব্যাঙ্ককে। পাটায়া, ব্যাঙ্ককে ঘুরে চলছে সিরিয়ালের শুটিং। নীল তিয়াশার পাশাপাশি সেখানে গিয়েছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীও। সোশ্যাল মিডিয়ায় ব্যাঙ্কক পাটায়া ভ্রমণ, শুটিংয়ের ফাঁকের ছবি, ভিডিও শেয়ার করছেন নীল তিয়াশা এবং সম্পূর্ণা। শুটিংয়ের ফাঁকে চুটিয়ে ঘুরছেন তিনজন।

বিপুল খরচ করে বিদেশে গিয়েছে সিরিয়ালের টিম। আর ব্যাঙ্কক পর্বে কোনো চমক থাকবে না তা কি হয়? ভুল বোঝাবুঝি মিটিয়ে নায়ক নায়িকা কাছাকাছি আসার আগেই বিপদে পড়ে ইন্দিরা। ব্যাঙ্ককে হারিয়ে যায় সে। উপরন্তু পাসপোর্ট সহ অন্যান্য জরুরি জিনিসও হারিয়ে ফেলে সে। শেষমেষ কী হবে সেটা জানা যাবে বাংলা মিডিয়ামের আগামী পর্বেই।





Made in India