বাংলা হান্ট ডেস্কঃ একেই কিছুমাস ধরে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে তোলপাড় রাজ্য। জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী, বিধায়ক, প্রাক্তন আমলা সহ একাধিক। সেই নিয়েই ধুন্ধুমার। এরই মাঝে এবার বিশ্ববিদ্যালয়েও উঠল দুর্নীতির অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণা! গ্রেফতার অভিযুক্ত।
কী জানা যাচ্ছে? পুলিশ সূত্রে খবর, সাড়ে ছয় লক্ষ টাকা হাতানোর অভিযোগে এক মহিলাকে নিজেদের হেফাজতে নিয়েছে নরেন্দ্রপুর (Narendrapur) থানার পুলিশ ৷ ধৃতের নাম ইচ্ছা সিনহা দাস৷ অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পারচেজ ম্যানেজার পদে চাকরি দেওয়ার নাম করে এক সংবাদকর্মীর থেকে মোটা অংকের টাকা নেন তিনি।
সূত্রের খবর, ধৃত মহিলা এক পুলিশ অফিসারের স্ত্রী৷ ২০১৯ সালে সোনারপুরে একটি পথ দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়৷ অভিযোগ, ইচ্ছা সিনহা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অফিসার পরিচয়ে দিয়ে প্রতারণা চালিয়ে যান৷ একাধিক জায়গায় আবার নিজেকে আইপিএস অফিসার বলেও পরিচয় দিতেন অভিযুক্ত৷
সম্প্রতি সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাকে। ধৃত ওই মহিলাকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। ইচ্ছাদেবীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ৪৭১ ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷

প্রসঙ্গত, এই প্রথম নয়, ধৃত এই মহিলার বিরুদ্ধে পূর্বেও একাধিক প্রতারণামূলক কাজের অভিযোগ রয়েছে। এর আগে মদের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে টাকা হাতানো ও সরকারি নথি জাল করার অভিযোগে তাকে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ৷ এতদন তিনি জেল হেফাজতেই ছিলেন ৷ এরপর ফের তার বিরুদ্ধে নতুন অভিযোগ ওঠায় শুরু হয়েছে তদন্ত।





Made in India