বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলের শুরুটা খুব একটা ভালোভাবে করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংসের বোলারদের বিরুদ্ধে টপ অর্ডার মুখ থুবড়ে পড়েছিল। লোয়ার অর্ডার মরিয়া লড়াই করলেও বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ায়। যখন জয়ের জন্য ৪৬ রান প্রয়োজন তখন বৃষ্টি চলে আসায় ম্যাচ আর শেষ হয়নি। নাইট রাইডার্স এর হয়ে তখন ক্রিজে ছিলেন শার্দূল ঠাকুর এবং সুনীল নারায়ণ।
দুজনেই বড় শট মারার ক্ষমতা রাখেন। এই দুজন আউট হয়ে গেলেও নাইট রাইডার্সের হাতে ছিল উমেশ যাদব এবং টিম সাউদির মতন ক্রিকেটার যারা আদতে ব্যাটার না হলেও বড় শট মারার ক্ষমতা রাখেন। কিন্তু তারপর পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। প্রথম ম্যাচের হার থেকে নাইটরা শিক্ষা নিতে পারবেন। আমরা এই প্রতিবেদনে আপনার সামনে তুলে ধরতে চলেছি সেই তিনটে কারণ যার এই পরিস্থিতি থেকেও নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন হওয়ার আশা দেখাতে পারে।

● সাকিবের বদলে রয়: পুরো মরশুম পাওয়া যাবে না বলে সাকিব আল হাসান এবং কলকাতা নাইট রাইডার্স নিজেদের মধ্যে পরামর্শ করে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তার বদলে ইংল্যান্ডের তারকা ওপেনের জেসন রয়কে দলে নিয়েছে কেকেআর। কলকাতার দুর্বল টপ অর্ডারকে এই সিদ্ধান্ত অনেকটাই শক্তিশালী করবে।
● ব্যাটিং গভীরতা: দলে রাসেল, নারায়ণ, শার্দূল, উমেশ, সাউদির মতো ক্রিকেটারদের উপস্থিতি নাইটদের ব্যাটিং অর্ডারকে অনেকটাই লম্বা করে দেয়। আর শেষের দিকে নামতে থাকা এই ক্রিকেটাররা প্রত্যেকেই বিগ হিটার। কাজেই টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হলেও ম্যাচ থেকে হারিয়ে যাবে না কলকাতা নাইট রাইডার্স।
● প্রত্যাশার চাপ: এবার শুরু থেকেই একাধিক সমস্যা নিয়ে মাঠে নামছে নাইট রাইডার্স। নিয়মিত অধিনায়কের না থাকা, মরশুমের মাঝপথে বিদেশি বদল ইত্যাদি নানা কারণের জন্য নাইটদের এবার কেউ ফেভারিট হিসাবে দেখছেই না। এই অবস্থা ক্রিকেটারদের চাপমুক্ত হয়ে পারফর্ম করতে সাহায্য করবে।





Made in India