বাংলা হান্ট ডেস্ক : রাজনৈতিক জটিল পরিস্থিতি রাজ্যে। পঞ্চায়েত নির্বাচনের আগে আরএসএস (RSS) জোটের প্রস্তাব নিয়ে আসছে নিচুতলায়। এই উদ্বেগ উঠে এল সিপিএমের (CPM) রাজ্য কমিটির বৈঠকে। পার্টির বিভিন্ন জেলা কমিটির সম্পাদকরা রিপোর্ট দিয়েছেন যে, বিজেপি (BJP) নিচুতলায় নেই ঠিকই। কিন্তু আরএসএস বারবার নিচুতলায় মহাজোটের প্রস্তাব দিচ্ছে সিপিএমকে।
আলিমুদ্দিন সূত্রে খবর, মঙ্গলবার সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে এই বিষয় নিয়ে গুরুতর আলোচনা হয়। আর বিভিন্ন জেলা থেকে উঠে আসা এই রিপোর্টে শঙ্কিত বাম নেতৃত্বও। রাজ্য নেতৃত্ব মনে করছে, এখনই যদি সতর্ক হওয়া না যায় তাহলে দলের মারাত্মক ক্ষতি হয়ে যাবে।
রাজ্য কমিটির বৈঠকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে মালদহ-সহ একাধিক জেলা কমিটি এবং দক্ষিণবঙ্গের নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া-সহ কয়েকটি জেলার পার্টি নেতৃত্ব এই আশঙ্কা প্রকাশ করে রিপোর্ট দিয়েছে বলে বিশেষ সূত্রে জানা যাচ্ছে।

এই রিপোর্ট দেখে মহম্মদ সেলিম (Mohammad Selim), সুজন চক্রবর্তী-সহ সিপিএমের শীর্ষ নেতারা রাজ্য কমিটির বৈঠকে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জেলা কমিটিগুলিকে নির্দেশ দেন, এখন থেকেই সতর্ক থাকতে হবে। ‘নো ভোট টু তৃণমূল’ ও একইসঙ্গে ‘নো ভোট টু বিজেপি’, এই স্লোগান এখন থেকেই শুরু করতে হবে। কর্মীরা যেন কোনওভাবেই আরএসএসের ফাঁদে পা না দেয়, বিভ্রান্ত না হয়।
২০১৯-এর লোকসভা এবং ২০২১-এর বিধানসভা ভোটে বাম ভোট রামে চলে যায়। ফলাফল হয় বিধানসভায় বামেদের আসন শূন্য। এই পরিস্থিতির পর সিপিএম (CPIM) লড়াই করে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। কিন্তু নিচুতলাতে দেখা যাচ্ছে, একাধিক সমবায় ভোটে বাম-রাম জোট হচ্ছে। আবার একাধিক জায়গায় বিজেপির মিছিলে লাল ঝাণ্ডাও দেখা যাচ্ছে। ফলে পঞ্চায়েত ভোটে নিচুতলায় বামের ভোট যদি ফের রামে চলে যায় তাহলে আন্দোলনের জেরে যেটুকু শক্তি সঞ্চয় হয়েছে সেটুকুও শেষ হয়ে যাবে বলেই মনে করছে বাম রাজ্য নেতৃত্ব।





Made in India