বাংলা হান্ট ডেস্ক : রয়েছে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। তারপরও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) হাজিরার নোটিস ধরালো সিবিআই (CBI)। মঙ্গলবার সকাল ১১টায় নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।
আজ সোমবারই কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টে স্বস্তি পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের চিঠি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় দেশের শীর্ষ আদালত। জানিয়ে দেওয়া হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে এই স্থগিতাদেশ। আগামী ২৪ এপ্রিল সেই মামলার পরবর্তী শুনানি। কিন্তু সুপ্রিম নির্দেশের পরও এদিন বেলা ১টা নাগাদ হাজিরার নোটিস পাঠানো হয় অভিষেককে বলে খবর। যার জেরে ইতিমধ্যেই সিবিআই-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলতে শুরু করেছে ঘাসফুল শিবির।

এই প্রসঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ক্ষোভ উগড়ে দেন সংবাদমাধ্যমের সামনে। তিনি বলেন, ‘সিবিআই-এর সঙ্গে বিশেষ যোগাযোগ রয়েছে হাইকোর্টের একটি বিশেষ এজলাসের। যারা সুপ্রিম কোর্টকেও তোয়াক্কা করে না। কারণ বারবার ওই এজলাসের দেওয়া রায়ে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। একজন এজলাসের চেয়ারে বসে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলছেন। কখনও বলছেন কলার ধরে নিয়ে আসা উচিত। কোন ধারায় বলছেন জানি না।’
তিনি আরও বলেন, ‘সিবিআইও দুজনের কথায় চলছে। পিছনে আছে অমিত শাহ আর এখানে রয়েছে শুভেন্দু অধিকারী। এর মাঝে পড়ে ভারতের বিচার ব্যবস্থার নাভিশ্বাস উঠেছে।’





Made in India