বাংলাহান্ট ডেস্ক : জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রীর হাতে রয়েছে অজস্র আংটি। বুধবারের ভার্চুয়াল শুনানিতে এই প্রসঙ্গটি ওঠে। কিভাবে প্রাক্তন শিক্ষা মন্ত্রী এই নিয়ম বিরুদ্ধ কাজ করলেন সেই বিষয়ে জানার জন্য তলব করা হয়েছে প্রেসিডেন্সি জেল সুপারকে। এই বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন নিয়োগ কাণ্ডে ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ।
প্রাক্তন শিক্ষামন্ত্রীকে খোঁচা দিয়ে তিনি বললেন, “আমার হাতে আংটি নেই, ঘামাচি আছে।” জেল হেফাজত শেষ হওয়ার পর বৃহস্পতিবার আদালতে হাজির করানো হয় কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ, শান্তিপ্রসাদ সিনহা, তাপস মণ্ডলকে। দেখা যায় আদালত চত্বরে পুলিশের ভ্যান থেকে বেশ হাসিমুখেই নামছেন কুন্তল। সেই সময় সাংবাদিকদের তিনি দু হাতের আঙ্গুল তুলে দেখান।
খোঁচার সুরে তিনি বলেন,”আমার দুহাতে আংটি নেই, ঘামাচি আছে।” এর আগেও পার্থর ব্যাপারে মুখ খুলেছিলেন কুন্তল। এমনকি খবর পাওয়া গিয়েছিল প্রেসিডেন্সি জেলের ভিতরেও বাকবিতন্ডাতেও জড়িয়েছিলেন পার্থ (Partha Chatterjee) ও কুন্তল (kuntal Ghosh)। তবে আজ আদালতে ঢোকার সময় কোনও কথা বলতে দেখা যায়নি তাপস মন্ডলকে।

তিনি শুধু বলেন, আদালত থেকে বেরোবার সময় তিনি কথা বলবেন। আজ তাদের আইনজীবীরা বিচারকের কাছে জামিনের জন্য সওয়াল করেন। তবে অভিযুক্তদের জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। সব মিলিয়ে সময় যত গড়াচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে জুড়ে যাচ্ছে একের পর এক বিতর্কিত বিষয়।





Made in India