বাংলা হান্ট ডেস্ক : বহু প্রতীক্ষার পর অবশেষে ভিজল কোলকাতা (Rain in Kolkata)। একাধিক জেলাতেই হয়েছে স্বস্তির বৃষ্টি। রবিবার প্রায় সারাদিনই কোলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলেও জানিয়েছে মৌসম ভবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) সূত্রে খবর এই বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩২.৪°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬.৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৯১%
বাতাস : ১৭ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৯৪%
কলকাতার আবহাওয়া : কলকাতা-সহ আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর কিংবা বিকেলের দিকে কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩২ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৯ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ২৯ শতাংশ

উত্তরবঙ্গের আবহাওয়া : সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিচের তিন জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : অপরদিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই সময় হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আগামীকালের আবহাওয়া : দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির দিনের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলেই পূর্বাভাসে হাওয়া অফিসের। অপরদিকে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামী পাঁচ দিনে দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।





Made in India