বাংলা হান্ট ডেস্ক : কপালটাই খারাপ কেষ্টর। দিল্লি হাই কোর্টেও স্বস্তি মিলল না অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। তাঁর আসানসোল সংশোধনাগারে স্থানান্তরের আবেদন ফিরিয়ে দিল দিল্লির আদালতে। তবে আশা এখনও শেষ হয়ে যায়নি। এই আবেদন এবার রাউজ অ্যাভিনিউ আদালতে করার নির্দেশ দিল হাই কোর্ট।
আদালতের কথা মত সেখানেই আবেদন করলেন অনুব্রত আইনজীবী। আগামী ৮ মে রাউজ অ্যাভিনিউর বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court) বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে সেই স্থানান্তর মামলার শুনানি হবে বলে জানা যাচ্ছে। সেই মামলার তারিখ এগিয়ে আনার নির্দেশও দিয়েছে দিল্লি হাই কোর্ট (Delhi High Court)।

আদালতের নির্দেশ মতো, সোমবারই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির আইনজীবীরা। অবশ্য এদিন তাঁর জামিনের আবেদনের শুনানি হয়নি বলেই জানা যাচ্ছে।
গত বছর জুলাই মাসে গরু পাচার মামলায় বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। গ্রেফতারের পরই আধিকারিকরা পাহাড় প্রমাণ সম্পত্তির খোঁজ পান। বিপুল সম্পত্তির উৎসের খোঁজে তল্লাশি শুরু করে ইডি। কেষ্টকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করা হয়। আসানসোল বিশেষ সংশোধনাগারের পর এই মুহুর্তে অনুব্রতর ঠিকানা তিহাড় জেল। মাসখানেক ধরে সেখানেই রয়েছেন তৃণমূল নেতা।
এরই মধ্যে কাতর ভাবে অনুব্রত মণ্ডল জানতে চেয়েছিলেন, তিহাড় জেল থেকে আসানসোলের জেলে পাঠানোর আরজির কী ব্যবস্থা হল? এর পরই অনুব্রতর আইনজীবীরা তাঁকে স্বস্তি দিতে সচেষ্ট হন। অনুব্রতকে আসানসোলে ফেরানোর আরজির যাতে দ্রুত শুনানি হয়, দিল্লি হাই কোর্টের কাছে সেই আবেদন করেন তাঁর আইনজীবীরা। কিন্তু এবার সেই আবেদনই প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হল।





Made in India