বাংলাহান্ট ডেস্ক : বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee) জন্মদিন আজ। আজ রাত বারোটার সময় বৈশাখী বন্দ্যোপাধ্যায় তার জন্মদিন সেলিব্রেট করেন শোভন চট্টোপাধ্যায় (Sovon Chatterjee) ও কন্যা মেহুলকে নিয়ে। বৈশাখী বন্দ্যোপাধ্যায় শোভন ও মেহুলকে নিয়ে কাটেন কেক। তাদের পক্ষ থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয় উপহারও।
জন্মদিনের সেই মিষ্টি মুহূর্ত বৈশাখী এবার শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। কলকাতার প্রাক্তন মেয়র কি উপহার দিলেন বৈশাখীকে? একটি ছবিতে দেখা যাচ্ছে বৈশাখীর হাতে রয়েছে একটি বড় কার্ড। সেই কার্ডে রয়েছে বিভিন্ন ফুলের নকশা। নকশা করা সেই কার্ডের উপর লেখা “ডার্লিং ওয়াইফ।”
কেক কাটা ও উপহার দেওয়া-নেওয়ার পর্ব মিটলে একে অপরকে জড়িয়ে ধরেন শোভন-বৈশাখী। সোশ্যাল মিডিয়ায় বৈশাখী বন্দ্যোপাধ্যায় শেয়ার করেছেন সেই আলিঙ্গনের মুহূর্তও। মুখবন্ধ খামে বৈশাখীকে উপহার তুলে দেন কন্যা মেহুল। কার্ডের পাশাপাশি আরও একটি উপহার বৈশাখীকে দিয়েছেন শোভন।

তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শোভনের উপহার দেওয়া সেই কার্ড। এই কার্ডে শোভন বৈশাখীকে “ডার্লিং ওয়াইফ” বলে সম্বোধন করেছেন। বহুদিন তার একত্রে থাকলেও বিবাহ বিষয় এনারা কেউই মুখ খোলেননি। তাই এই কার্ডে “ওয়াইফ” শব্দের উল্লেখ পেয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনায় মেতেছে সোশ্যাল মিডিয়ায়।
 
			 





 Made in India
 Made in India