বাংলাহান্ট ডেস্ক : আমেরিকার স্কুলে বন্দুকবাজের হামলা খুবই সাধারণ। বিগত কয়েক বছরে এই ধরনের বিভিন্ন খবর সামনে এসেছে। কিন্তু এবার মালদার একটি স্কুলে বন্দুক নিয়ে ঢুকে পড়লেন এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহে (Maldah) মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে। শুধু বন্দুক নয়, ওই যুবকের হাতে ছিল বোতল ভর্তি অ্যাসিড বা পেট্রোল বোমা।
জানা গিয়েছে এই যুবকের নাম রাজু বল্লভ। রাজু বাবুর স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের বিজেপি (Bharatiya Janata Party) সদস্য। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সম্প্রতি সামনে এসেছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাজু নামের এই যুবক হাতে বন্দুক নিয়ে ক্লাসের পড়ুয়াদের ভয় দেখাচ্ছে। পড়ুয়ারা রাজুর ভয়ে সিটিয়ে গিয়েছে।
এই ঘটনার খবর পেয়ে দ্রুত স্কুলের চলে আসেন অভিভাবকরা। প্রধান শিক্ষকের ফোন পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। প্রকাশ হওয়া ভিডিওতে (Video) দেখা যায় এরপর নীল রঙের টি শার্ট পর এক ব্যক্তি ঝাঁপিয়ে পড়েন রাজুর উপর। এরপর দুজনেই পড়ে যান মাটিতে।
তারপর অন্যান্য লোকেরা এসে ওই যুবকটিকে পাকড়াও করেন। যুবকটিকে পাকড়াও করার পর স্কুল থেকে বার করে দেওয়া হয় পড়ুয়াদের। অনেকেই বলছেন যে রাজুর ছেলে হারিয়ে গিয়েছে। সেখান থেকে মানসিক অবসাদে তিনি এই পথ বেছে নিয়েছেন। পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে স্কুল চত্বরে। স্কুলের সামনে ভিড় করে আছেন অভিভাবকরা। পণবন্দি দশা থেকে মুক্তি লাভ করার পর স্বাভাবিকভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পড়ুয়ারা। পাশাপাশি অভিভাবকরা তাদের সন্তানকে কাছে পেয়ে অনেকটাই চিন্তা মুক্ত।





Made in India