বাংলা হান্ট ডেস্ক : ফের উত্তপ্ত অর্জুন সিং-র (Arjun Singh) গড়। প্রকাশ্যে ভরা বাজারের মাঝেই টিটাগড়ে (Titagarh) গুলি চলল। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন এক তৃণমূল কর্মী (TMC Worker) । জানা যাচ্ছে ওই ব্যক্তির নাম আনোয়ার আলি। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।
পুলিস সূত্রে খবর, শুক্রবার টিটাগড়ের (Titagarh) জিসি রোড দিয়ে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার। সেই সময়ই মোটরবাইকে দুই দুষ্কৃতী এসে তাঁর দিকে লক্ষ্য করে গুলি চালান। গুলি সরাসরি এসে আনোয়ারের মুখে লাগে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। কিন্তু আসার পথেই তাঁর মৃত্যু হয়ে বলে জানা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বছর ছাপ্পান্নর আনোয়ার। টিটাগড়ের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। এলাকায় ‘ভাল ছেলে’ হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু কে বা কারা তাঁর দিকে গুলি করল, এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।
বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস জানান, আনোয়ার তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত কারণও থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিস ও প্রশাসন। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রকাশ্য দিবালোকে এভাবে জনবহুল এলাকায় গুলি চলায় আতঙ্কিত এলাকার মানুষ।





Made in India