বাংলাহান্ট ডেস্ক: সবার সামনে একে অপরকে ‘বেস্ট ফ্রেন্ড’ বলেই পরিচয় দেন তাঁরা। কিন্তু তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে গোটা টেলিপাড়ায়। আদৃত রায় (Adrit Roy) এবং কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty), ‘মিঠাই’ সিরিয়ালের এই অনস্ক্রিন ভাই বোন জুটি যে বাস্তবে একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তা নিয়ে আর কোনো সন্দেহ নেই নেটিজেনদের।
লুকিয়ে লুকিয়ে প্রেম করতে গিয়ে এবার হাতেনাতে ধরা পড়েছেন আদৃত কৌশাম্বী। এমনিতে দুজনের একাধিক যুগল ছবি আগেও ভাইরাল হয়েছে। অনেকেই দাবি করেছেন, একসঙ্গে ঘুরতেও যান আদৃত কৌশাম্বী। কিন্তু না তাঁরা একথা স্বীকার করেছেন আর না শেয়ার করেছেন একসঙ্গে কোনো ছবি। তবে এবার আর লুকোতে পারলেন না দুজনে।

গতকাল ১ লা মে ছুটির দিন ছিল স্টুডিও পাড়াতেও। টানা কাজের মাঝে একদিন ছুটি পেয়ে অনেকেই বেরিয়ে পড়েছিলেন ঘুরতে। ব্যতিক্রম ছিলেন না আদৃত কৌশাম্বীও। এদিন শহরের একটি রুফটপ রেস্তোরাঁ থেকে ছবি শেয়ার করেন মিঠাইয়ের উচ্ছেবাবু। সেখানেই তাঁর পাশে রাখা একটি চশমা নজর কেড়ে নেয় নেটিজেনদের।
এই একই রকমের চশমা বহুবার পরতে দেখা গিয়েছে কৌশাম্বীকে। নেটিজেনরা আরো নিশ্চিত হন যখন ‘নন্দা’ও ওই একই জায়গা থেকে শেয়ার করেন ছবি। আদৃত এবং কৌশাম্বীর ছবি পাশাপাশি রাখলে বুঝতে কোনোই অসুবিধা হয় না যে তাঁরা একই জায়গায় গিয়েছিলেন। আর যেহেতু একই দিনে, তাই তাঁরা যে একসঙ্গেই গিয়েছেন এতেও সন্দেহের অবকাশ থাকে না।
https://www.instagram.com/p/CrtH7O7xhxl/?igshid=YmMyMTA2M2Y=
দুয়ে দুয়ে চার করেই কটাক্ষ করতে শুরু করে দেন অনেকে। এমনিতে কৌশাম্বীর উপরে নেটিজেনদের একাংশ ক্ষুব্ধ। তিনি নাকি আদৃত সৌমিতৃষার মাঝে ঢুকে পড়েছেন। কিছুদিন আগেই মেজাজ হারিয়ে নিন্দুকদের উত্তর দিয়েছিলেন অভিনেত্রী। এবার মুখ খুললেন আদৃত।

এমনিতে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন না। নেটিজেনদের কমেন্টের উত্তর দেওয়া তো আরো পরের কথা। কিন্তু এদিন ধৈর্য্যের বাঁধ ভাঙে উচ্ছেবাবুর। রীতিমতো কুৎসিত আক্রমণ করে বসেন তিনি। জনৈক নেটনাগরিককে ‘মাসিমা’ বলে পালটা জবাব দেন আদৃত। অনেকে তাঁকে সমর্থন করেছেন, অনেকে আবার আদৃতকেই তুলোধনা করতে শুরু করেছেন। নেটিজেনদের বক্তব্য, যদি প্রেম করেই থাকেন তবে সেটা সর্বসমক্ষে স্বীকার করতে ভয় কীসের? ‘বেস্ট ফ্রেন্ড’ বলে আর কতদিন চালাবেন?





Made in India