বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বাদশা যেমন একজন, নবাবও একজন। তেমনি ‘রাজা বাবু’ও কিন্তু রয়েছেন একজনই। তিনি ওয়ান অ্যান্ড ওনলি গোবিন্দা (Govinda)। আশি-নব্বইয়ের দশকের সুপারস্টার ছিলেন তিনি। এখন অভিনয় প্রায় ছেড়েই দিয়েছেন তিনি। কিন্তু জনপ্রিয়তা একই রকম রয়েছে তাঁর। সে সময়কার প্রায় সব অভিনেত্রীর সঙ্গেই কাজ করেছিলেন তিনি। একজন বাদ দিয়ে। তিনি কাজল (Kajol)।
গোবিন্দা এমনি একজন তারকা যিনি নব্বই দশকের প্রথম সারির সব অভিনেত্রীদের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন। প্রত্যেকের সঙ্গেই তাঁর রসায়ন ছিল দেখার মতো। নিজস্ব ক্যারিশ্মায় সব অভিনেত্রীদের সঙ্গেই জুটি বেঁধে দর্শকদের মনোরঞ্জন করার ক্ষমতা ছিল তাঁর। এই কারণেই সব বয়সের, সব শ্রেণির দর্শকদের প্রিয় ছিলেন গোবিন্দা। কিন্তু কাজলের মতোও একজন প্রাণখোলা অভিনেত্রীর সঙ্গে কখনো জুটি বাঁধেননি কেন তিনি?

গোবিন্দা আর পাঁচজন নায়কের মতো চরিত্রে অভিনয় করেননি। তিনি বেশিরভাগ প্রাণচঞ্চল, কমেডি ঘরানার ছবিতে কাজ করেছেন। অন্যদিকে কাজলেরও ভাবমূর্তি ছিল তেমনটাই। তাহলে কোনো পরিচালক, প্রযোজক কি কখনো তাঁদের জুটি হিসেবে ভাবেননি? একবার কাজল নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন।
অভিনেত্রী জানিয়েছিলেন, এমন নয় যে তাঁরা কখনো একসঙ্গে কাজ করতে চাননি। তাঁরও ইচ্ছা ছিল গোবিন্দার মতো সুপারস্টারের সঙ্গে অভিনয় করার। এমনকি সেটা সত্যিও হতে চলেছিল। একটি ছবিতে সাইন করেছিলেন গোবিন্দা এবং কাজল। কিন্তু ভাগ্যটাই খারাপ ছিল দুজনের। সেই ছবি কোনোদিন তৈরিই হয়নি।

ছবির নাম ছিল ‘জংলি’। কাজল জানিয়েছিলেন, ছবির পোস্টারের জন্য ফটোশুটও হয়ে গিয়েছিল তাঁদের। কিন্তু শুটিং আর শুরু করা যায়নি। আক্ষেপ থাকলেও গোবিন্দার ভূয়সী প্রশংসা করেছিলেন কাজল। তাঁর মতে, মানুষকে কাঁদানো খুব সহজ। কিন্তু হাসানো কঠিন। গোবিন্দা সেটায় দক্ষ ছিলেন। সত্যিই দারুণ অভিনেতা ছিলেন তিনি।
 
			 





 Made in India
 Made in India