বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar) আইপিএল (IPL) খেলার সুযোগ পেয়েছিলেন নিজের কেরিয়ারের সায়াহ্নে পৌঁছে। কিন্তু তা সত্ত্বেও তার আইপিএলের রেকর্ড রীতিমতো প্রশংসনীয়। আইপিএলের মঞ্চে শতরান করার কীর্তিও রয়েছে তার। সেই সঙ্গে মাস্টার ব্লাস্টারের নামের পাশে আরেকটি অসাধারণ কীর্তি ছিল যা শুভমান গিল (Shubman Gill) সম্প্রতি ভেঙে দিয়েছেন।
২০১০ সালে নিজের তৃতীয় আইপিএল খেলতে নেমে সচিন টেন্ডুলকার এই রেকর্ড গড়েছিলেন বীরেন্দ্র সেওবাগের দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে। আইপিএলের ইতিহাস আত্মীয়র ছক্কা না মেরে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ডটি তার নামেই ছিল এতদিন। কিন্তু সেই রেকর্ডটি সম্প্রতি ভেঙেছেন তরুণ ভারতীয় ওপেনার শুভমান গিল।
সচিন টেন্ডুলকার ২০১০ সালে দিল্লির বিরুদ্ধে একটিও ছক্কা না মেরে অর্ধশতরানের গণ্ডি ছুঁয়েছিলেন মাত্র ২৩ বলে। অপরদিকে গতকাল শুভমান গিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করেছেন মাত্র ২২ বলে এবং সেই হাফ সেঞ্চুরির সময় তার ব্যাগ থেকে একটিও ছক্কা আসেনি।

যদি শুভমান গিল শুধুমাত্র পঞ্চাশের গণ্ডিতে পৌঁছেই সন্তুষ্ট থাকেননি। তিনি অসাধারণ ব্যাটিং করে নিজের প্রথম আইপিএল শতরানটি তুলে নিয়েছিলেন গতকাল। আর নিজের ১০১ রানের ইনিংসে ৬ মেরেছিলেন মাত্র ১টি। আগাগোড়া দৃষ্টিনন্দন ব্যাটিং করে নিজের প্রথম আইপিএল সেঞ্চুরি পেয়েছেন গিল।
শুভমান গিল এই শতরান করায় সারা টেন্ডুলকারের কি প্রতিক্রিয়া হয়েছে সেই নিয়ে অনেক নেটিজেন কৌতূহল প্রকাশ করেছেন। শুভমান এবং সারার সম্পর্ক নিয়ে জল্পনা শোনা যায় বহুদিন ধরে। তবে নিজের বাবার গড়া রেকর্ড কেউ ভেঙেছে দেখে সারা কি খুব সন্তুষ্ট হবেন? উত্তরটা জানতে পারার কোনও সম্ভাবনা নেই।





Made in India