বাংলাহান্ট ডেস্ক : বাংলা বিনোদন জগতে জনপ্রিয় জুটির তকমা পেয়েছেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharjee) এবং তৃণা সাহা (Trina Saha)। প্রায় তিন বছরের বৈবাহিক সম্পর্ক এই তারকা জুটির। তবে সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যায় ভাঙ্গনের গুঞ্জন। মাঝেমধ্যেই মাথাচাড়া দিয়ে ওঠে সেই চর্চা।
এবারও হলো না তার অন্যথা। আসলে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার জামাইষষ্ঠী। চলতি বছর তৃতীয় বছরের জামাইষষ্ঠী পালন করতে চলেছেন নীল তৃণা। কিন্তু শোনা যাচ্ছে, এবছরের জামাইষষ্ঠীতে স্বামীকে ছেড়ে বন্ধুদের সঙ্গে দেশের বাইরে বেড়াতে যাচ্ছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাৎকারে নীল জানান, ‘চলতি বছর দুপুরেই হবে ভুরিভোজ। আসলে রাত্রেবেলা সিঙ্গাপুরের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন তৃণা। বন্ধুদের সঙ্গে ট্যুরে যাচ্ছে সে। আর সে কারণে কিছুটা মন খারাপ’। অন্যদিকে তৃণা জানান, ‘মুখে বললেও আদতে মোটেই মন খারাপ নয় নীলের। বউ না থাকায় স্বাধীনভাবে কাটাবে সে। সে কথা ভেবে মনে মনে বেশ আনন্দ পাচ্ছে নীল ‘।

মাত্র কয়েকদিন আগে ব্যাঙ্কক থেকে ঘুরে এসেছেন নীল। যদিও তিনি গিয়েছিলেন ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের শ্যুটিং এ। আর এবার পালা তৃণার। যদিও কাজের সূত্রে নয়, বন্ধুদের সঙ্গে হ্যাংআউট করতেই তিনি যাচ্ছেন সিঙ্গাপুর। নতুন কাজ শুরুর আগে একটু ঘুরে আসতে চাইছেন অভিনেত্রী।
২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন নীল তৃণা। তারপর থেকে ঘুমধুম করে পালিত হচ্ছে নীলের জামাইষষ্ঠী। অভিনেতার প্রথম জামাইষষ্ঠীতে ছিল এলাহী আয়োজন। জামাই এবং মেয়ের পছন্দের নানান পদ নিজে হাতে রান্না করেছিলেন সবিতাদেবী। এবছরও এলাহী আয়োজন করতে চলেছেন তৃণার মা।

বর্তমানে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা নীলকে। অন্যদিকে সদ্য শেষ হয়েছে তৃণার অভিনীত সিরিয়াল ‘বালিঝড়’। স্টুডিও পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, এবার এক্কাদোক্কা ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা যাবে পর্দার ঝড়োকে।





Made in India