বাংলাহান্ট ডেস্ক : কাজ শেষ। এবার উদ্বোধন হতে চলেছে ভারতের নতুন সংসদ ভবনের। সেই উদ্বোধনের দিন স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ কেন্দ্রীয় সরকারের (Central Government) । জানা গেছে সেই দিন প্রকাশিত করা হবে ৭৫ টাকার বিশেষ কয়েন (Coin)। অর্থ মন্ত্রকে তরফে এই ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার।
অর্থ মন্ত্রক জানিয়েছে, নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে আনা হবে ৭৫ টাকার একটি বিশেষ করেন। এই বিশেষ কয়েন তৈরি করা হয়েছে দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসকে মাথায় রেখে। অর্থ মন্ত্রক জানিয়েছে এই কয়েনের রূপ কেমন হবে। জানা গিয়েছে এই কয়েনের ৫০ শতাংশ তৈরি রূপো দিয়ে।
এই কয়েনের একদিকে অশোক স্তম্ভের ছবি থাকবে। সত্যমেব জয়তে লেখা থাকবে তার নীচে। অশোক স্তম্ভের দুই পাশে দুটি ভিন্ন ভাষায় লেখা থাকবে দেশের নাম। দেবনগরী হরফে ভারত লেখা থাকবে বাঁদিকে আর ডানদিকে ইংরেজিতে লেখা থাকবে ইন্ডিয়া। অশোকস্তম্ভের নিচে ইংরেজিতে লেখা থাকবে ৭৫ টাকা।
কয়েনের অপর প্রান্তে নতুন সংসদ ভবনের ছবি থাকবে। সেই ছবির উপরে খোদাই করে লেখা থাকবে সংসদ সংকুল। পার্লামেন্ট কমপ্লেক্স লেখাটি ইংরেজিতে লেখা থাকবে ছবির নিচে। জানা গিয়েছে এই কয়েনের ওজন হবে ৩৫ গ্রাম। এই কয়েনের ৫০ শতাংশ তৈরি হবে রুপো দিয়ে। বাকি ৪০ শতাংশে তামা, ৫ শতাংশ করে নিকেল ও দস্তা মেশানো থাকবে।

আগামী ২৮ শে মে রবিবার উদ্বোধন হতে চলেছে নতুন সংসদ ভবনের। যদিও বিভিন্ন রাজনৈতিক দলগুলি সমালোচনা করেছে এই প্রজেক্টের। প্রথমে জানা গিয়েছিল এই সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। কিন্তু রাষ্ট্রপতির এই ভবন উদ্বোধন করা উচিত দাবি করে মামলা করা হয় সুপ্রিম কোর্টে। এই আবহেই অর্থ মন্ত্রক নতুন কয়েন প্রকাশের ঘোষণা করল।





Made in India