বাংলাহান্ট ডেস্ক: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) উপাধিই হয়ে গিয়েছে ‘ইন্ডাস্ট্রি’। অবশ্য এই উপাধি নিজের যোগ্যতাতেই অর্জন করেছেন তিনি। দীর্ঘ ৩০ বছর ধরে টলিউডের জন্য প্রাণপাত করেছেন তিনি। শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করে নায়ক হয়ে তিন দশক ধরে একের পর এক সুপারহিট, ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন প্রসেনজিৎ।
টলিউডের অন্য অভিনেতারা কেরিয়ারের যে সময়ে বলিউডের দিকে পা বাড়ান, সেই সময়টা বাংলা ইন্ডাস্ট্রির জন্যই খেটেছেন প্রসেনজিৎ। এখন ৬০-এ পা দিয়ে হিন্দির দিকে ঝুঁকেছেন তিনি। ওয়েব সিরিজে ডেবিউ করার পর আরো একটি ছবিতে সাইন করে ফেলেছেন অভিনেতা।

টলিউডের মতো বলিউডেও নজর কেড়ে নিয়েছেন প্রসেনজিৎ। হিন্দি ইন্ডাস্ট্রিতে সুযোগ অবশ্য অনেক আগেই এসেছিল তাঁর। কিন্তু টলিউডকে সময় দিতে গিয়ে আর বলিউডের ডাকে সাড়া দেওয়া হয়নি তাঁর। এতদিনে সেই সময় হল তবে? কিন্তু এখনো তো টলিউডে বুম্বাদার আলাদাই প্রতিপত্তি।
ছবিতে কোয়ালিটি বা কোয়ান্টিটি কোনোটাই দরকার পড়ে না, দেখা হয় শুধু বক্স অফিসে ব্যবসা। এই মন্ত্রে বিশ্বাস করে তিন দশক কাটিয়ে দিয়েছেন তিনি টলিউডে। এখন একটা ছবি কোটি টাকার ব্যবসা করলে মাতামাতি পড়ে যায়। কিন্তু প্রসেনজিৎ বলেন, আগে বেশিরভাগ ছবিই ঢালাও ব্যবসা করত। ১০ সপ্তাহ ধরে সিনেমা হলে চলত বাংলা ছবি।
এই ইন্ডাস্ট্রির সর্বেসর্বা ছিলেন প্রসেনজিৎ। শুধু তাঁর নামেই বিক্রি হত টিকিট। কেরিয়ার যখন মধ্য গগনে তখন তাঁর কাছে এসেছিল ম্যায়নে পেয়ার কিয়া, সাজন এর মতো হিট ছবির প্রস্তাব। কিন্তু টলিউডের স্টারডম ছেড়ে যাননি প্রসেনজিৎ। উপরন্তু ইন্ডাস্ট্রির একটা দায়িত্বও ছিল তাঁর কাঁধে। আজ আর টলিউডকে নিয়ে ভাবেন না প্রসেনজিৎ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতার মুখে এমন কথা চিন্তায় ফেলেছে অনেককে। প্রসেনজিৎ বলেন, আগে তিনি টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে ভাবতেন। কিন্তু এখন আর ভাবেন না। তার কারণ ভাবতে তাঁকে হয় না। অভিনেতা বলেন, এখন সবাই নিজের ভালটা বুঝতে শিখেছে। শুরুতে লড়াই করতে হয়েছে তাঁকে। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই বলেই টলিউডের দায়িত্ব ছেড়ে বলিউডে এসেছেন প্রসেনজিৎ।





Made in India