বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশন (Bengali Serial) জগতের পরিচিত মুখ রুকমা রায় (Rooqma Ray)। সুঅভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সুগায়িকাও। সম্প্রতি মাচা শো করতে অভিনেত্রী হাজির হয়েছিলেন খানাকুলে। আর সেখানেই বাঁধে বিপত্তি। আয়োজকদের বিরুদ্ধে উঠেছিল হেনস্তার অভিযোগ। তবে এত কিছুর পরেও প্রায় ২০ মিনিট ব্যাক স্টেজে বসেছিলেন তিনি।
ভিডিও ভাইরাল হওয়ার পর প্রথমে অভিনেত্রীর দিকে আঙুল উঠলেও পরে সমস্ত ঘটনার বিবরণ জানার পর অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন অনেকেই। তবে বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও সেই অভিজ্ঞতা দগ দগে হয়ে রয়েছে রুকমার মনে। কিছুতেই সেই ঘটনা ভুলতেই পারছেন না তিনি।

যদিও পরবর্তীতে ক্ষমা চেয়ে নেন সেই আয়োজক। তবে অভিনেত্রীর কথায়, ‘ক্ষমা চাইলেই কি সত্যিই ক্ষমা করে দেওয়া যায়। মানুষ চাইলেই কি রাগের মাথায় খুন করতে পারে? আমার ওপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গেছে। অনেক বাজে মন্তব্য শুনতে হয়েছে আমাকে’।
ঠিক কি ঘটেছিল?
চলতি মাসের ২৪ তারিখ হুগলি জেলার খানাকুলের উদয়পুরের কালীপুজোয় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী। পর্দার কিরণমালাকে সামনে থেকে দেখতে উপচে পড়েছিল সাধারণের ভিড়। সবকিছুই চলছিল ঠিকঠাক। তবে হঠাৎ করেই তাল কাটে রুকমার কাছে আসা সেলফির আবদার ঘিরে। দর্শকদের তরফ থেকে বারবার আসছিল সেলফি তোলার অনুরোধ। আর তা ঘিরেই বাঁধে বিপত্তি।
এই ঘটনা মেনে নিতে পারেননি এক আয়োজক। বিরক্তির সুরে তিনি চিৎকার করে বলে ওঠেন, ‘বিজ্ঞাপন করার জন্য আপনাকে এখানে ডাকা হয়নি’। এমনকি স্টেজ থেকে নামিয়ে দেন অভিনেত্রীকে। এহেন অপমান কিছুতেই ভুলতে পারছেন না অভিনেত্রী। যদিও রুকমার বিরুদ্ধে উঠেছিল মঞ্চে দেরি করে পৌঁছানোর অভিযোগ।

এই বিষয়ে অভিনেত্রী বলেন, ‘যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই রাস্তাটা এতটাই সরু কোনভাবেই গাড়ি ঢুকছিল না। বাধ্য হয়ে পায়ে হেঁটে আমি পৌঁছাই অনুষ্ঠান মঞ্চে। আর সে কারণেই পৌঁছাতে পৌঁছাতে বেজে যায় রাত এগারোটা’।
উল্লেখ্য, শেষবার অভিনেত্রীকে দেখা গেছে জি বাংলার পর্দায় ‘লালকুঠি’ ধারাবাহিকে। আপাতত টেলিভিশন জগত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন রুকমা। খুব শীঘ্রই তাকে দেখা যাবে ওয়েব সিরিজে।
 
			 





 Made in India
 Made in India