বাংলাহান্ট ডেস্ক: সুচিত্রা সেনের পর বাংলা ইন্ডাস্ট্রির ‘মহানায়িকা’ সম্মান পেয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। টলিউডের প্রথম সারির এই অভিনেত্রী এখন মূলধারার ছবি ছেড়ে ভিন্ন ধরণের ছবি করার দিকে ঝুঁকেছেন। কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে এখনো তরুণী অভিনেত্রীদের টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গ্ল্যামারও বেড়ে চলেছে ঋতুপর্ণার।
তবে প্রশংসার সঙ্গে সঙ্গে নিন্দা, সমালোচনাও যে তারকা জীবনের একটা অংশ সেটা সকলেই জানেন। অভিনেতা অভিনেত্রীরা সবসময়ই থাকেন আতশকাঁচের নীচে। পান থেকে চুন খসলেই ট্রোলের মুখে পড়তে হয় তাদের। অনেক সময়ে তা ছাড়ায় শালীনতার মাত্রা। সম্প্রতি ঋতুপর্ণার একটি ছবি নিয়ে শুরু হয়েছে এমনি ট্রোলিং।

আসলে টলিউড অভিনেতা জিতের এক ফ্যানপেজের তরফে একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানে জিৎ এবং কোয়েল মল্লিকের মাঝে দাঁড়িয়ে লেন্সবন্দি হতে দেখা গিয়েছে ঋতুপর্ণাকে। জিৎ এবং কোয়েল দুজনের পরনেই সাদা শার্ট এবং জিন্স। অন্যদিকে ঋতুপর্ণার পরনে কালো টপ এবং কালো লেসের হট প্যান্ট।
নেটিজেনদের চোখ আটকেছে ঋতুপর্ণার দিকেই। আরো স্পষ্ট ভাবে বললে তাঁর ঊরুতে। চামড়ায় ভাঁজ নিয়ে কমেন্ট বক্সে কুৎসিত মশকরায় মেতেছেন নেটনাগরিকরা। একজন লিখেছেন, ঋতুপর্ণা পায়ে আয়রন করতে ভুলে গিয়েছেন। একজন লিখেছেন, ঋতুপর্ণা নিজেকে চিরকুমারী মনে করতেই পারেন। কিন্তু তিনি আসলে ঠাকুমা হয়ে গিয়েছেন।

কেউ কেউ আবার অভিনেত্রীর পোশাকের জন্য তাঁর রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন। বয়স এবং শরীরের দিকে তাকিয়ে পোশাক নির্বাচন করা উচিত, এমন মন্তব্যও এসেছে। ঋতুপর্ণার তীব্র নিন্দা করে পাশেই দাঁড়িয়ে থাকা কোয়েলকে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, আগামীতে একগুচ্ছ প্রোজেক্ট রয়েছে ঋতুপর্ণার ঝুলিতে। ‘আকরিক’ ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। এছাড়াও ‘শিকার’ ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। এই ছবিতে ঋতুপর্ণার সঙ্গে দেখা যাবে নুসরত জাহান এবং যশ দাশগুপ্তকেও।





Made in India