বাংলাহান্ট ডেস্ক : সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস আধুনিক ভারতের গর্ব। আগামী আগস্ট মাসের মধ্যে সরকারের লক্ষ্য সারাদেশে অন্তত ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা। সেই অনুযায়ী ভারতীয় রেল (Indian Railways) কাজ শুরু করে দিয়েছে। এই আবহে জানা যাচ্ছে নতুন দুটি বন্দে ভারত মেট্রো পেতে চলেছে পশ্চিমবঙ্গ (West Bengal)।
১৬টি কামরা থাকে বন্দে ভারত এক্সপ্রেসে। কিন্তু বন্দে ভারত মেট্রোয় (Vande Bharat Metro) থাকে ৮টি কিংবা তার থেকে কম কামরা। গোটা দেশের মধ্যে ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে দেশের ১৮টি রুটে। এগুলির মধ্যে পশ্চিমবঙ্গ থেকে যাতায়াত করে তিনটি। পশ্চিমবঙ্গে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি, হাওড়া থেকে পুরী এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত চলে।
জানা যাচ্ছে এর পাশাপাশি দুটি নতুন বন্দে ভারত মেট্রো যুক্ত হতে চলেছে এই তালিকায়। জানা গিয়েছে এই দুটি বন্দে ভারতের মেট্রো চলাচল করবে হাওড়া থেকে আজিমগঞ্জ এবং আজিমগঞ্জ থেকে হাওড়া ও হাওড়া থেকে ভাগলপুর এবং ভাগলপুর থেকে হাওড়ার মধ্যে। ৮ কোচের আজিমগঞ্জ থেকে হাওড়া বন্দে ভারত মেট্রো রবিবার বাদে সপ্তাহে ছয় দিন যাতায়াত করবে।
এই ট্রেন আজিমগঞ্জ থেকে ছাড়বে সকাল ৭:১৫ মিনিটে। এটি হাওড়া এসে পৌঁছাবে সকাল ১১:২০ মিনিটে। হাওড়া থেকে আজিমগঞ্জ এর উদ্দেশ্যে বন্দে ভারত মেট্রো ছাড়বে সকাল ৬:৫০ মিনিটে এবং সেটি আজিমগঞ্জ পৌঁছাবে ১০:৫৫ মিনিটে। এর স্টপেজ থাকবে ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া, সালার, খাগড়াঘাটে।

ভাগলপুর হাওড়া বন্দে ভারত মেট্রো ভাগলপুর থেকে ছাড়বে সকাল ৬:১৫ মিনিটে এবং সেটি দুপুর ১:৪৫ মিনিটে হাওড়া এসে পৌঁছবে। অন্যদিকে, হাওড়া থেকে এই ট্রেন ছাড়বে দুপুর ২:২৫ মিনিটে এবং ৯:৫৫ মিনিটে ভাগলপুর এসে পৌঁছবে। ব্যান্ডেল, অম্বিকা কালনা, নবদ্বীপ ধাম, কাটোয়া, সালার, খাগড়াঘাট, আজিমগঞ্জ, জঙ্গিপুর, বারহাওড়া, সাহেবগঞ্জ এবং কুরলায় এই ট্রেন স্টপেজ দেবে।





Made in India