বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এক বছরেরও বেশি সময় ধরে ২২ গজের বাইরে রয়েছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পিঠের চোট তাকে মারাত্মক রকম ভুগিয়েছে। গত সেপ্টেম্বর মাসে চোট কাটিয়ে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরে মাত্র একটি ম্যাচ খেলে ফের চোটের কবলে পড়েছিলেন তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু তারপরে আর ভারতীয় দলে (Team India) ফেরা হয়নি তার এখনও।
বুমরা চোটের জন্য গত বছর আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপে মাঠে নামতে পারেননি। তার অভাব বেশ ভালোভাবেই অনুভব করেছিল গোটা ভারতীয় দল। কিন্তু এখন একটা আশার সংবাদ শোনা যাচ্ছে। চলতি বছরে বিশ্বকাপের আগেই তিনি ভারতীয় দলে ফিরতে পারেন।
জানা যাচ্ছে যে আগস্টে আয়ারল্যান্ড বনাম ভারত, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মধ্য দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন বুমরা। সূত্র মারফত পাওয়া খবর থেকে জানা গিয়েছে যে বুমরা শারীরিক ও মানসিকভাবে দ্রুত উন্নতি করছেন। এরপর যখন তিনি নীল জার্সিতে ফিরে আসবেন তখন নিজের সর্বোচ্চ ফিটনেস নিয়েই ফিরবেন। এই বছরের মার্চ মাসে তার পিঠে অস্ত্রোপচার করা হয়েছিল এবং এরপর তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট টানা রিহ্যাব করে নিজেকে সুস্থ করে তোলার চেষ্টা করে গিয়েছেন।

কিন্তু বুমরা সুস্থ হয়ে উঠলেই যে তিনি ভারতীয় দলে সরাসরি সুযোগ পেয়ে যাবেন এমনটা ভাবার কোনও কারণ নেই। এত বড় ব্যবধানে তিনি মাঠে ফিরছেন যে তাকে সঙ্গে সঙ্গে বড় মঞ্চে নামিয়ে দেওয়া একেবারেই উচিত হবে না। হয়তো ভারতীয় দলের জার্সি গায়ে তোলার আগে তাকে ঘরোয়া ক্রিকেটে নিজের দক্ষতার প্রমাণ দিতে হতে পারে।
এমন বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে কোন ক্রিকেটার চোট সারিয়ে ফেরার পর নিজের পুরনো তীব্রতা হারিয়ে ফেলেছেন। ভারতীয় ক্রিকেট দল আশা করবে বিশ্বকাপের বছরে এমনটা যেন বুমরার সাথে না ঘটে। তবে আগস্ট মাসেও যদি ভোমরা সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভারতীয় দলের জার্সিতে ফিরতে না পারেন তাহলে মাত্র এক মাসের সময় ব্যবধানে তাকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা হবে কিনা সেই নিয়ে বড় প্রশ্ন চিহ্ন থেকে যায়।





Made in India