বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) ব্যবহার। মূলত, জ্বলানির দামের হাত থেকে বাঁচতে এবং পরিবেশ দূষণের মাত্রাকে হ্রাস করতে অধিকাংশজনই আকৃষ্ট হচ্ছেন EV-র প্রতি। আর সেই কারণেই ব্যবহার বাড়ছে এগুলির।
এদিকে, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এবং যুগের সাথে তাল মিলিয়ে একের পর এক দুর্দান্ত বৈদ্যুতিক যানবাহন সামনে আনছে সংস্থাগুলি। সেই রেশ বজায় রেখেই আজ আমরা এমন একটি ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) বিষয় জানাবো যেটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে গ্রাহকমহলে।
মূলত, ইলেকট্রিক স্কুটার কেনার সময় গ্রাহকেরা সেটির দামের পাশপাশি, মাইলেজ সহ অন্যান্য ফিচার্সগুলির দিকে নজর রাখেন। এদিকে, কেন্দ্রীয় সরকারের তরফে কিছুদিন আগেই বৈদ্যুতিক গাড়ির ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়। যার ফলে ইথার, টিভিএস, ওকিনোভা, বাজাজ এবং ওলা-র মতো বৈদ্যুতিক স্কুটার প্রস্তুতকারী সংস্থাগুলি তাদের স্কুটারের দাম বাড়িয়েছিল। তবে, দামের এহেন বৃদ্ধির মাঝেই আমরা এমন একটি স্কুটারের প্রসঙ্গে আপনাদের জানাবো যেটি পাওয়া যাচ্ছে অত্যন্ত সস্তায়।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ইতিমধ্যেই বৈদ্যুতিক স্কুটার জেলিও লেজেন্ডার (Zelio Legender) লঞ্চ করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল অন্যান্য স্কুটারের তুলনায় এই বৈদ্যুতিক স্কুটারের দাম অত্যন্ত কম হলেও এটিতে রয়েছে দুর্দান্ত কিছু ফিচার্স। জানা গিয়েছে, এই বৈদ্যুতিক স্কুটারটি ১০০ কিলোমিটারেরও বেশি মাইলেজ প্রদান করতে সক্ষম।
শুধু তাই নয়, জেলিও লেজেন্ডার বৈদ্যুতিক স্কুটারে থাকা বৈদ্যুতিক মোটরটিও অত্যন্ত শক্তিশালী। মূলত, ওই মোটরটি বিএলডিসি প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এছাড়াও, স্কুটারটিতে রয়েছে 60V/30Ah-এর ব্যাটারি। পাশাপাশি, রয়েছে উন্নত ব্রেকিং সিস্টেম এবং প্রযুক্তিগত বৈশিষ্ট্য। উভয় চাকাতেই উপলব্ধ রয়েছে ডিস্ক ব্রেকও।

সর্বোপরি, এই স্কুটারের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি ফাস্ট চার্জারের সাহায্যে মাত্র ২ ঘন্টায় সম্পূর্ণ চার্জ করে ফেলা যায়। অপরদিকে, স্লো চার্জারের সাহায্যে ফুল চার্জ হতে সময় লাগে ৪ ঘণ্টা। তবে, এবার প্রশ্ন আসতে পারে যে এই স্কুটারটির দাম কত? আসলে, এই উত্তরেই লুকিয়ে রয়েছে চমক। বর্তমান সময়ে যেখানে অন্যান্য ইলেকট্রিক স্কুটারের দাম ১ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছে সেখানে এই স্কুটারের দাম হল মাত্র দাম ৫২ হাজার ৮৫০ টাকা। অর্থাৎ বাকিদের তুলনায় প্রায় অর্ধেক দাম। আর এই কারণেই জেলিও লেজেন্ডার স্কুটারটিকে ঘিরে ক্রমশ আগ্রহ পরিলক্ষিত হয়েছে।





Made in India