বাংলা হান্ট ডেস্ক: “টাইম ট্রাভেল” (Time Travel) বর্তমানে এই বিষয়টি সম্পর্কে সকলেই প্রায় কম-বেশি জানেন। এমনকি, ইতিমধ্যেই এই প্রসঙ্গে একের পর এক সিনেমাও নির্মিত হয়েছে। যেগুলি তুমুল জনপ্রিয়তা পেয়েছে সমগ্র বিশ্বজুড়েই। তবে, সবথেকে উল্লেখযোগ্য বিষয়টি হল বর্তমানে অনেকেই নিজেকে “টাইম ট্রাভেলার” হিসেবেও বিবেচিত করেন।
এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়ার যুগে তাঁদের প্রসঙ্গ খুব সহজেই ছড়িয়ে পড়ে সর্বত্র। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, বর্তমানে বিজ্ঞানীরা এমন ডিভাইস তৈরি করার চেষ্টা করছেন, যা ভবিষ্যতে যেতে সাহায্য করতে পারে। কিন্তু এখনও পর্যন্ত এটি শুধুমাত্র সিনেমাতেই সম্ভব হয়েছে। অর্থাৎ, এখনও এটি বাস্তবে ঘটেনি। তবে, কেউ কেউ দাবি করেছেন যে তাঁরা ভবিষ্যত থেকে ফিরে এসেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন এক ব্যক্তি। আনো অ্যালারিক নামের এই ব্যক্তি জানিয়েছেন যে তিনি ২,৬৭১ সাল থেকে ফিরে এসেছেন। শুধু তাই নয়, তিনি দাবি করেছেন, আজ থেকে ২৪৮ বছর পর পৃথিবীতে কবে কি হবে সেই সব তথ্য তাঁর কাছে আছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই টাইম ট্রাভেলার এটাও দাবি করেন, বিশ্বে কবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে সেটিও তাঁর জানা রয়েছে।
করেছেন একাধিক ভবিষ্যদ্বাণী: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সোশ্যাল মিডিয়াতে, আনোর theradianttimetraveller নামের একটি অ্যাকাউন্ট রয়েছে। তিনি তাঁর বিভিন্ন ভবিষ্যদ্বাণীর মাধ্যমে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখনও পর্যন্ত তাঁর কয়েক হাজার ফলোয়ার রয়েছে।

এদিকে, দু’বছর পরে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া ছাড়াও পৃথিবীতে কবে এলিয়েন আক্রমণ হবে এবং পৃথিবীর মতো আরেকটি গ্রহের খোঁজ মিলতে পারে সেই প্রসঙ্গেও ভবিষ্যদ্বাণী করেছেন আনো। পাশাপাশি, সম্প্রতি আনো তাঁর আরেকটি ভবিষ্যদ্বাণীর কারণে লাইমলাইটে এসেছেন। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, রন ডিসান্টিস (Ron DeSantis) আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি হবেন। তবে, এই ভবিষ্যদ্বাণীগুলি আদৌ কতটা সত্যি হবে তা নিয়ে প্রশ্ন থেকে গেছে সকলের মনেই।





Made in India