বাংলাহান্ট ডেস্ক : জৈন ধর্মাবলীরা চিরকাল প্রাণী হত্যার বিরুদ্ধে। সেই পথ অনুসরণ করেই ঈদের আগে তারা কিনে নিল ২৫০ টি ছাগল। উত্তরপ্রদেশের (Uttarpradesh) বাগপতের ঘটনা এটি। ছাগলগুলিকে একটু দেরি হলেই জবাই করা হতো। ছাগলগুলি কেনার পর সেগুলিকে পাঠানো হয়েছে বকরাশালাতে। ছাগলগুলিকে সেখানেই লালন-পালন করা হবে।
জৈন ধর্মাবলীরা গত ২৮ শে জুন ছাগলগুলি কেনেন। ঈদের জন্য এই ছাগলগুলিকে মুসলিম সম্প্রদায়ের লোকেরা কিনে নিয়ে যেতেন। যাতে এই ছাগলগুলিকে বলি দেওয়া না হয় সেই জন্যই জৈন ধর্মাবলীরা এগুলিকে কিনে নেন। জৈন ধর্ম প্রাণী হত্যার বিরুদ্ধে। কোনও রকম প্রাণী হত্যা জৈন ধর্ম সমর্থন করে না। জবাই হওয়ার হাত থেকে রক্ষা করতে ছাগলগুলিকে জৈন ধর্মাবলিরা কিনে নির্দিষ্ট জায়গায় পাঠিয়েছেন লালন পালন করার জন্য।
বিভিন্ন সম্প্রদায়ের অনুসারীরা ছাগল রক্ষার জন্য একটি কমিটি তৈরি করেন। এই কমিটি ছাগলরক্ষার্থে ২০১৬ সাল থেকে কাজ করছে। এই সংস্থাটির নাম জীব দয়া। এই সংগঠনটি ভগবান বুদ্ধর পথ অনুসরণ করে কাজ করে। এই সংস্থার মূল কাজই হল ছাগল হত্যা রোখা। জানা গিয়েছে জীব দয়া সংস্থাটি ৪০-৪৫টি ছাগল নিয়ে নিজেদের যাত্রা শুরু করে। বর্তমানে তাদের কাছে ৫০০ টি ছাগল পালিত হচ্ছে।

অত্যন্ত যত্নের সাথে এই সংস্থা ছাগলগুলিকে লালন পালন করে। মুসলিম সম্প্রদায়ের লোকেরা বকরি ঈদের আগে যাতে ছাগলগুলিকে কিনে নিয়ে না যেতে পারেন তাই সেগুলিকে কিনে নেয় এই সংস্থা। এই সংস্থার ছাগল প্রতিপালন কেন্দ্র গড়ে উঠেছে পাঁচ হাজার বর্গফুট এলাকা জুড়ে। উত্তরপ্রদেশের পাশাপাশি রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশেও এই সংস্থা কাজ করছে।





Made in India