বাংলাহান্ট ডেস্ক: প্রায় এক দশক পর মহাগুরুর আসনে ফিরেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ডান্স বাংলা ডান্সের পরিবেশটাই বদলে গিয়েছে তাঁর প্রত্যাবর্তনে। মাঝে মধ্যেই বিভিন্ন কারণে সংবাদ শিরোনামে উঠে আসেন মিঠুন। কিছুদিন আগেই নিজের মাকে হারিয়েছেন মহাগুরু। এবার নিজের বাবার স্মৃতি ঘিরে আবেগঘন হয়ে পড়লেন মিঠুন।
কিছুদিন আগেই এসেছিল মর্মান্তিক দুঃসংবাদ। প্রয়াত মিঠুন চক্রবর্তীর মা। মুম্বইতে ছেলের কাছেই থাকতেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিঠুনের মা। এই গভীর শোকের সময়ে ডান্স বাংলা ডান্সের একটি পর্বের অংশ ভাইরাল হয়েছে নতুন করে।

নিজের প্রয়াত বাবার স্মৃতিতে একটি বিশেষ পারফরম্যান্স করেছিল এক খুদে প্রতিযোগী। গত বছরই তার ডান্স বাংলা ডান্সে আসার কথা ছিল। কিন্তু সে সময়েই বাবাকে হারায় সে। বাবাকে উৎসর্গ করে মিঠুন দেব অভিনীত প্রজাপতি ছবির ‘তুমি আমার হিরো’ গানে নাচ করে ছোট্ট ওই প্রতিযোগী।
পারফরম্যান্স শেষে কান্নায় ভেঙে পড়ে ওই খুদে। প্রতিযোগীকে সামলান মহাগুরু মিঠুন চক্রবর্তীও। তিনি বলেন, শিল্পীরা ইমোশনাল হয় না। অন্যদের ইমোশনাল করে। পারফরম্যান্স দেখে তাঁর মনের মধ্যেও ভিড় করেছিল নিজের বাবার স্মৃতি। মিঠুন জানান, এক সময় তাঁর বাবা তাঁকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, খেতেও দেননি। কলকাতার মধ্যবিত্ত পরিবারের ছেলে মিঠুন। বাড়ি ছেড়ে মুম্বই গিয়েছিলেন নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে। ছেলের শখ বাড়ি থেকে মানতে চায়নি প্রথমে।
স্মৃতি ভাগ করে আবেগঘন হয়ে পড়েন মহাগুরু নিজেও। আজ তিনি সফল, শুধু দেশ নয়, বিদেশেও মিঠুনের নামডাক। আজ বাবাকে ধন্যবাদ জানান তিনি। সেদিন বাড়ি থেকে বের করে না দিলে হয়তো এই জায়গায় আসতেই পারতেন না তিনি। তিন বছর আগেই লকডাউনের সময়ে বাবাকে হারিয়েছিল তিনি। মাত্র গঙ্গা বছরের ব্যবধানে মা-ও চিরতরে পরপারে পাড়ি দিলেন মিঠুনের।





Made in India