বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ক্রিকেটারদের জীবন অনেকসময়ই নানান বৈচিত্র্যে ভরা হয়ে থাকে। বিশেষ করে উপমহাদেশের মাটিতে ক্রিকেটের যা জনপ্রিয়তা, তাতে কোনও ক্রিকেটার একটু ভালো পারফরম্যান্স করলেই তার জীবন পুরোপুরি আতশ কাঁচের তলায় চলে আসে। তাদের ব্যক্তিগত জীবনের যে বিষয়ের ওপর সাধারণ মানুষের মনে আগ্রহ তৈরি হয়, তার মধ্যে অন্যতম হল তাদের বৈবাহিক সম্পর্ক।
এমনটা বহুবার দেখা গিয়েছে যে ক্রিকেট খেলে জনপ্রিয়তা অর্জনের পরে কোনও নামজাদা অভিনেত্রী কিংবা সেলিব্রেটিকে বিবাহ করে থাকেন ক্রিকেটাররা। তবে বেশকিছু ক্ষেত্রে ঘটে যায় ব্যতিক্রম। ক্রিকেট বিশ্বে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যারা নিজের বোনকেই বিবাহ করেছেন। আজ এমনই কয়েক জনের কথা আপনাদের সামনে তুলে ধরবো।
মোসাদ্দেক হুসেন: বাংলাদেশের একজন উদীয়মান তরুণ ক্রিকেটার হিসাবে কয়েকবছর আগে পরিচিত ছিলেন এই মোসাদ্দেক হুসেন। ওডিআই বিশ্বকাপেও নিজের পারফরম্যান্সের ছাপ ছাড়তে সক্ষম হয়েছিলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে নিজের খুড়তুতো বোন শারমীন সমীরা ঊষার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই ক্রিকেটার।
মুস্তাফিজুর রহমান: গত কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে নির্ভরযোগ্য পেসার হিসাবে পরিচিত মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিং প্রতিভা হিসাবে ভারতকে নাস্তানাবুদ করে ২০১৫ সালে তার অভিষেক ঘটে ক্রিকেটের মঞ্চে। মাত্র কয়েক দিনের মধ্যেই তিনি বিশ্ব ক্রিকেটের বড় বড় ব্যাটারদের নাস্তানাবুদ করেছেন নিজের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের মাধ্যমে। ২০১৯ বিশ্বকাপের পর একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নিজের খুড়তুতো বোন শামিয়া পারভিনকে বিবাহ করেন তিনি।

শাহীদ আফ্রিদি: কিংবদন্তি অলরাউন্ডার ও প্রাক্তন পাক অধিনায়ক শাহীদ আফ্রিদিও নিজের পরিবারের মেয়েকেই বিবাহ করেছিলেন। ২০০০ সালে আফ্রিদির বয়স যখন মাত্র ২০ বছর, সেই সময় তারকা পাক অলরাউন্ডার নিজের মামাতো বোন নাদিয়াকে বিবাহ করেন। বর্তমানে শাহীদ আফ্রিদির চারটি কন্যাসন্তান বর্তমান।





Made in India