বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি যখন পুরোপুরি ভারতীয় দলের (Indian Cricket Team) অধিনায়ক হিসেবে পড়ে দাঁড়িয়ে ছিলেন তখন ধীরে ধীরে সব ফরম্যাটের অধিনায়কত্বের দায়িত্ব রোহিত শর্মার (Rohit Sharma) কাঁধে তুলে দিয়ে নিশ্চিন্তে হয়েছিল বিসিসিআই (BCCI)। মনে করা হয়েছিল যে আইপিএলের মঞ্চে রোহিত শর্মা যেমন সফল, ঠিক তেমন সাফল্যই প্রতিফলিত হবে ভারতীয় দলের ক্ষেত্রেও।
যদিও সেই ভুল ভাঙতে দেরি হয়নি। রোহিত শর্মা গত দুই বছরে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছেন। কিন্তু তার পক্ষে কোনও আইসিসি ট্রফি জয় করা এখনো অবধি সম্ভব হয়নি। তার সামনে সুযোগ এসেছিল ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতানোর। কিন্তু রোহিতের দল সেই কাজ করে দেখাতে ব্যর্থ হয়েছে।

এরই মধ্যে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজেদের পুরোটা জয় দিয়েই করেছে রোহিতের নেতৃত্বাধীন টেস্ট দল। আর ক্যারিবিয়ান সফরের প্রথম টেস্টে জয়লাভ করা মাত্রই সচিন টেন্ডুলকার এবং কপিল দেবের রেকর্ডকে টপকে গেলেন রোহিত। অধিনায়ক হিসেবে কিংবদন্তি ভারতকে চারটি টেস্ট ম্যাচ জয়ের ক্ষেত্রে নেতৃত্ব দিতে পেরেছিলেন।
রোহিত শর্মা অধিনায়ক হিসেবে কেবলমাত্র নিজের অষ্টম টেস্ট ম্যাচে তাদের দুজনকে টপকে নিজের পঞ্চম জয় তুলে নিলেন। যদিও শেষে থাকা বিরাট কোহলিকে টপকাতে গেলে এখনো ২৩ টি টেস্টে জিততে হবে তাকে। আপাতত তার সামনে সুযোগ রয়েছে ক্যারিবিয়ান সফরের দ্বিতীয় টেস্ট ম্যাচটিও জিতে ব্যবধান কমানোর।
তবে এই সিরিজের পর আবার কোনও টেস্ট খেলতে ভারতীয় দল মাঠে নামবে চলতি বছরের একদম শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে। তার আগে ওডিআই বিশ্বকাপ এবং এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকবে ভারতীয় দল। রোহিত শর্মার সামনে এই দুটি টুর্নামেন্ট খুব বড় পরীক্ষা অধিনায়ক হিসেবে তার ভবিষ্যতের জন্য।





Made in India