বাংলা হান্ট ডেস্ক: নিম করোলি বাবা (Neem Karoli Baba) বিংশ শতাব্দীর একজন মহান আধ্যাত্মিক সাধক হিসেবে বিবেচিত হন। শুধু তাই নয়, তাঁর ভক্তরা নিম করোলি বাবাকে হনুমানজির অবতার হিসেবেও মনে করেন। তিনি হনুমানজির পরম ভক্ত ছিলেন। পাশাপাশি, করোলি বাবা তাঁর জীবনে ১০৮ টি হনুমান মন্দির তৈরি করেন। এমতাবস্থায়, তাঁর ভক্তদের তালিকায় দেশ-বিদেশের একাধিক স্বনামধন্য ব্যক্তি রয়েছেন। কয়েক মাস আগেই দেশের জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মা তাঁদের কন্যা ভামিকাকে নিয়ে বৃন্দাবনে স্থিত নিম করোলি আশ্রমে পৌঁছেছিলেন। পাশাপাশি, নিম করোলি বাবার সমাধিস্থলও দর্শন করেন তাঁরা।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, নিম করোলি বাবার প্রধান আশ্রম কৈঞ্চিতে (Kainchi Dham) অবস্থিত। এছাড়াও, বৃন্দাবনেও তাঁর আশ্রম রয়েছে। ১৯৬৪ সালে তিনি কৈঞ্চি ধাম প্রতিষ্ঠা করেন। কথিত আছে যে, নৈনিতালের পান্তনগরে অবস্থিত নিম করোলি বাবার আশ্রমে একজন ভক্ত কোনো ইচ্ছে নিয়ে গেলে তিনি খালি হাতে ফিরে আসেন না। পাশাপাশি, সেখানেই বাবার সমাধি এবং হনুমানজির মন্দিরও রয়েছে।
উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন: নিম করোলি বাবার আসল নাম হল লক্ষ্মীনারায়ণ শর্মা। তিনি উত্তরপ্রদেশের আকবরপুরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। বলা হয় যে, তিনি ১৯০০ সাল নাগাদ জন্মগ্রহণ করেন। এমতাবস্থায়, কিশোর বয়সেই তিনি বাড়ি ছেড়ে সন্ন্যাসী হওয়ার পথে অগ্রসর হয়েছিলেন। পাশাপাশি, তিনি নিম করোরি নামক স্থানে তপস্যা করেছিলেন বলেও মনে করা হয়। এমতাবস্থায়, তাঁর একটি আশ্রম রয়েছে নৈনিতালের কৈঞ্চিতে। পাশাপাশি, অন্যটি হল বৃন্দাবনে।
একাধিক অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে: নিম করোলি বাবাকে ঘিরে একাধিক অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে। তাঁর ভক্তরা এই ঘটনাগুলির বিবরণ দেন। জানা গিয়েছে, একবার তাঁর ভান্ডারে ঘি কম ছিল। সেই সময়ে তিনি নদী থেকে জল আনতে বলেন এবং সেই জলকেই ঘি-তে রূপান্তরিত করে দেন। এছাড়াও, একবার এক ভক্তের কারণে তিনি মেঘ ডেকে ফেলেন বলেও জানা যায়। এমতাবস্থায়, তাঁর জীবনের অলৌকিক এই ঘটনা নিয়ে একটি বইও লেখা হয়েছে। যেটির নাম হয়, “মিরাকল অফ লাভ”।
ভক্তদের তালিকায় রয়েছেন মার্ক জুকেরবার্গও সহ একাধিক বিদেশি তারকা: প্রসঙ্গত উল্লেখ্য যে, নিম করোলি বাবা যে শুধুমাত্র ভারতেই জনপ্রিয় তা কিন্তু নয়। বরং, তাঁর প্রচুর বিদেশি ভক্তও রয়েছে। যাঁদের মধ্যে জনপ্রিয় হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টস, আমেরিকার বিজনেস টাইকুন তথা Apple-এর মালিক স্টিভ জোবস এবং মেটার কর্ণধার মার্ক জুকেরবার্গের মত ব্যক্তিরা সামিল রয়েছেন। তাঁরা সবাই কৈঞ্চি ধামে গিয়ে বাবার সমাধি দর্শন করেন।

জানা গিয়েছে, জুকেরবার্গ যখন ফেসবুক বিক্রির প্রসঙ্গে বিভ্রান্তিতে ছিলেন তখন স্টিভ জোবস জুকেরবার্গকে করোলি বাবার আশ্রমে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। শুধু তাই নয়, বলা হয় যে স্টিভ জোবস নাকি এখান থেকেই Apple-এর লোগোর ধারণা পেয়েছিলেন। উল্লেখ্য যে, নিম করোলি বাবা আপেল খুব পছন্দ করতেন। আর ওই কারণেই স্টিভ তাঁর কোম্পানির লোগোতে একটি কামড় দেওয়া আপেলকেই নাকি লোগো হিসেবে বেছে নেন।





Made in India