বাংলাহান্ট ডেস্ক: শুটিং সেটেই গুরুতর আহত হয়েছেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)। অভিনেতার প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করেন এ বিষয়ে। তিনিই জানান রুবেলের অসুস্থতার কথা। অভিনেতা দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এমনটাই মন্তব্য করেছেন শ্বেতা।
ঠিক কী হয়েছে রুবেলের? জানা যাচ্ছে, শুটিং করার সময়েই নাকি আহত হয়েছেন অভিনেতা। এই মুহূর্তে জি বাংলার ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে অভিনয় করছেন রুবেল। সেই সিরিয়ালের শুটিংয়েই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। রুবেলের ছবি শেয়ার করে শ্বেতা সর্বপ্রথম জানান খারাপ খবরটা। সেই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতার কামনাও করেছেন তিনি।

শ্বেতা লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো আমার চ্যাম্প। তুমি খুব সাহসী। আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি। তুমি ভাল তাই তোমার সঙ্গে খারাপ কিছু হতেই পারে না। শুধু কয়েকটা দিনের অপেক্ষা। লভ ইউ বাবাই। সবসময় তোমার সঙ্গে আছি’।
রিলের মতো রিয়েলেও প্রেম শুরু হয়ে গিয়েছে রুবেল শ্বেতার। প্রথমে বিষয়টা জল্পনার স্তরে থাকলেও বেশ কিছুদিন আগেই সম্পর্কটা সকলের সামনে এনেছেন তাঁরা। এমনিতে নাচের রিয়েলিটি শো তে একসঙ্গে অংশ নিয়েছিলেন শ্বেতা রুবেল। যমুনা ঢাকির শুটিং করার সময়েই ঘনিষ্ঠতা বাড়ে তাঁদের। কিন্তু সে সময়ে অন্য এক সম্পর্কে জড়িয়ে ছিলেন শ্বেতা। দীর্ঘদিনের সেই সম্পর্ক হঠাৎ ভেঙে যাওয়ার পর রুবেলকে পাশে পেয়েছিলেন অভিনেত্রী। তারপরেই দুজনের একসঙ্গে পথচলা শুরু।
সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই চোখে পড়ে জুটির যুগল ছবি। একে অপরকে পাশে পেয়ে তাঁরা কতটা খুশি সেটা চোখে পড়ে ছবিগুলো দেখলেই। শেষবার জি বাংলার ‘সোহাগ জল’ সিরিয়ালে জুঁই এর চরিত্রে অভিনয় করথে দেখা গিয়েছিল শ্বেতাকে। আগামী কোনো প্রোজেক্টের ঘোষণা এখনো করেননি তিনি।





Made in India