বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবারের পর আজও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সুস্পষ্ট নিম্নচাপ শক্তি বাড়িয়ে গতকালই গভীর নিম্নচাপে রূপান্তরিত রয়েছে। যার জেরে গতকাল রাজ্যের বিভিন্ন জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস (Alipore weather department) দফতরের পূর্বাভাস, আজও ঝেঁপে বৃষ্টি হবে দক্ষিণে।
হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির পরিমান বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বুধবার পুরুলিয়া, এবং বাঁকুড়ার একটি বা দুটি জায়গায় অতিভারী বৃষ্টি হতে পারে। যার জেরে এই দুই জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা।
অন্যদিকে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টি হবে আজ। আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও এতে তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। দক্ষিণের জেলা গুলির মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা।
উপকূলের জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। বুধে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে।

অন্যদিকে, ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলায়। আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে, ৪ ডিগ্রি পর্যন্ত। আগামী দু -দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গের কোন জেলাতেই। বুধবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার থেকে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।





Made in India