বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) তারকারা যখন ব্যাট বা বল হাতে মাঠের মধ্যে দাপট দেখান তখন বেশিরভাগ সময়ই স্টেডিয়ামের ভিআইপি বক্সে উপস্থিত থেকে তাদের উৎসাহ বাড়ান তাদের বান্ধবী বা স্ত্রী-রা। তাদের মধ্যে কেউ কেউ নিজেদের ব্যস্ত পেশার জগত সত্ত্বেও নিজের প্রেমিককে সমর্থন জানাতে উপস্থিত থাকেন স্টেডিয়ামে। এদের মধ্যে কেউ অত্যন্ত ছিমছাম, কেউ আটপৌরে, কেউ ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না। তবে আজকের প্রতিবেদনে আমরা সেই ভারতীয় তারকাদের স্ত্রীদের নিয়ে কথা বলব যাদের বোল্ড লুক, ফ্যাশন সচেতনতা ও সৌন্দর্য তাদের ভক্তদের মন কেড়ে নেয়।

৪. আথিয়া শেট্টি (লোকেশ রাহুলের স্ত্রী): জনপ্রিয় না, হলেও বলিউডের পরিচিত মুখ তিনি। মডেলিংয়ের কাজের সঙ্গেও যুক্ত আছেন। বাবা বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টি। লোকেশ রাহুলের সঙ্গে দীর্ঘদিন প্রেম করে চলতি বছরের শুরুতে বিবাহ করেছেন। জনপ্রিয়তার কোনও অভাব নেই আছে আথিয়ার। তবে ইনস্টাগ্রামে তার একক নানান বোল্ড বা খোলামেলা ছবি দর্শকদের মনকেও প্রভাবিত করে ফেলে।

৩. ধনশ্রী ভার্মা (যুজবেন্দ্র চাহালের স্ত্রী): সোশ্যাল মিডিয়ায় নিজেকে চিকিৎসক, অভিনেত্রী ও কোরিওগ্রাফার হিসেবে পরিচয় দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট সক্রিয়। তিন বছর আগে যখন তিনি ভারতীয় দলের তারকা লেগ স্পিনার চাহালকে বিবাহ করেন তখন তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। যদিও অনেক ক্রিকেটপ্রেমী মজা করে বলে যে চাহালের চেয়ে চাহালের জাতীয় দলের বেশ কিছু সতীর্থদের সঙ্গে বেশি সময় কাটাতে দেখা যায় তাকে।

২. সঞ্জনা গণেশন (যশপ্রীত বুমরার স্ত্রী): বেশ কিছু বছর ধরে খেলা সংক্রান্ত নানান শো-এর সঞ্চালক হিসাবে কাজ করে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। ২০২১ সালে ভারতীয় ফাস্ট বোলার বুমরার সাথে বিবাহের পর তার জনপ্রিয়তা আরও বেড়ে যায়। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ও বিভিন্ন ফটোশ্যুটে উষ্ণ আবেদনময়ী হিসেবে দেখা যায় তাকে।

১. অনুষ্কা শর্মা: এই তারকা অভিনেত্রীর পরিচয় আর আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। বলিউডে এই সময় সবচেয়ে ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে একজন অনুষ্কা। বিরাট কোহলির সঙ্গে তার বিবাহের পর বহুদিন কেটে গিয়েছে। কিন্তু তার আবেদন বিন্দুমাত্র কমেনি ভক্তদের মধ্যে। দু’বছর হল তিনি মা হয়েছেন। কিন্তু তাও বলিষ্ঠ দৃশ্যে বা ফটোশ্যুটে আগের মতোই সাবলীল তিনি।





Made in India