বাংলা হান্ট ডেস্ক: ঝেঁপে বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। পড়শি রাজ্য বিহারের ওপর তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ আবহাওয়া দফতর সূত্রে খবর তার জেরেই আগামী ২-৩ দিন ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ৷
অন্যদিকে হিমালয় পাদদেশের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি৷ আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৭ তারিখ পর্যন্ত আবহাওয়া এরমই থাকবে৷ খুব একটা হেরফের হবে না। পাশাপাশি আগামী ১০ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ রবিবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আগামী ৩ দিন জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার থেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।
রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর জেলায়। তাছাড়াও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ দুই-এক পশলা হালকা বৃষ্টিপাতও হতে পারে।
অন্যদিকে হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির পরিমান বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে (North Bengal) ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলা গুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

আগামী দুদিন উত্তরের সমস্ত জেলাতেই বর্ষণ হবে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদহ সহ দুই দিনাজপুরে।





Made in India