বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের আগে টাকার বিনিময়ে পঞ্চায়েতের টিকিট দেওয়ার অভিযোগ উঠেছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) ওপর। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছিল এই একই অভিযোগ। এবার ভোট মিটে যেতে গ্রাম পঞ্চায়েত প্রধান করার জন্য টাকা নেওয়ার অভিযোগ উঠল অঞ্চল সভাপতির ওপর। টাকা নিয়েও পদ না পাওয়ার অভিযোগ খোদ দলেরই পঞ্চায়েত সদস্যের।
সম্প্রতি গয়েশবাড়ির তৃণমূল অঞ্চল সভাপতির হাতে বান্ডিল বান্ডিল নোট নেওয়া এক ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। আর তৃণমূল নেতার (TMC Leader) সেই ছবি, ভিডিও ভাইরাল হতেই তোলপাড়। মালদার (Malda) কালিয়াচক ১নং ব্লকের গয়েশবাড়ি অঞ্চল সভাপতি হাজি মীরাজুল বসনির বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ উঠেছে।
https://twitter.com/BanglaHunt/status/1689481609207308288?s=20
‘গ্রাম পঞ্চায়েত প্রধান করার জন্য ১০ লক্ষ টাকা নিয়েছিলেন অঞ্চল সভাপতি’, এই অভিযোগ তুলেই সরব হয়েছে তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি। মিরাজুল বসনির পাল্টা দাবি, ‘ওসব সুদে ধার নেওয়ার টাকা।’ পাশাপাশি তিনি এও বলেন, ‘রাগের বশে মিথ্যে বলছে, আমার কাছে এসে ক্ষমা চাইবে পরে।’
প্রসঙ্গত, গতকালই গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। আজ সেদিন সামাজিক মাধ্যমে বাড়িতে বসে তৃণমূল অঞ্চল সভাপতি থরে থরে টাকা নেওয়ার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।
যদিও এই প্রথম নয়। এর আগেও একাধিকবার শাসকদলের বিরুদ্ধে টাকার বিনিময়ে টিকিট বা পদ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেটা শুধু পঞ্চায়েত ভোট নয়, একুশের বিধানসভা ভোট-সহ একাধিক নির্বাচনে এই একই অভিযোগ সামনে আসায় বারংবার অস্বস্তিতে পড়েছে দল। যদিও এই ছবির পেছনের অভিযোগ সত্যিই না মিথ্যে সেই নিয়ে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি।
 
			 
 
    




 Made in India
 Made in India