বাংলাহান্ট ডেস্ক: দশকের পর দশক ধরে বড়পর্দায় দর্শকদের মনোরঞ্জন করার পর এবার বিনোদনের নতুন মাধ্যম এক্সপ্লোর করতে চলেছেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick)। উত্তম কুমারের সহ অভিনেতা এবার ওয়েব দুনিয়ার বাসিন্দা হতে চলেছেন। সময় বদলানোর সঙ্গে সঙ্গে নিজেকেও সেই আন্দাজে বদলাচ্ছেন রঞ্জিত মল্লিক।
৮০-র দোরগোড়ায় দাঁড়িয়ে ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন তিনি। হরনাথ চক্রবর্তীর সঙ্গে বহু ছবিতেই কাজ করেছেন বর্ষীয়ান অভিনেতা। এবার তাঁরই পরিচালনায় ওয়েব সিরিজেও অভিনয় করতে চলেছেন তিনি। ‘ঘোষ বাবুর রিটায়ারমেন্ট প্ল্যান’ সিরিজে মুখ্য চরিত্রে রয়েছেন তিনি।

দীর্ঘদিনের পেশাগত জীবন থেকে অবসর নেওয়ার পর মানুষের জীবনে কী কী বদল আসে, সেগুলোর সঙ্গে কীভাবেই বা মানিয়ে নিতে হয় সেটাই এই সিরিজের গল্পে নিজের অভিনয় দিয়ে ফুটিয়ে তুলবেন রঞ্জিত মল্লিক। বাস্তব জীবনে অবশ্য অবসর নেওয়ার কোনো পরিকল্পনাই তাঁর নেই।
আরও পড়ুন: উত্তম কুমারের পর দেব-ই সেরা? আদৌ মানাবে? ব্যোমকেশ নিয়ে স্পষ্ট জবাব রঞ্জিত মল্লিকের
মাঝে অবশ্য সাত বছর একরকম অবসর নিয়েই রেখেছিলেন রঞ্জিত মল্লিক। কোনো ছবিই তিনি করেননি সে সময়ে। কিন্তু দর্শকদের ভালবাসা, আবদার আবারো তাঁকে ফিরিয়েছে অভিনয়ে। এখন খুব বেছেবুছে বছরে কয়েকটা কাজই করেন তিনি।
আরও পড়ুন: রাতারাতি চ্যানেল বদল! জি-এর ডান্স বাংলা ডান্স ছেড়ে স্টার জলসায় পাড়ি মিঠুন চক্রবর্তীর
কীভাবে কাজ বাছাই করেন প্রবীণ অভিনেতা? রঞ্জিত মল্লিক জানান, মেয়ে জামাই কোয়েল এবং নিসপালের সঙ্গে আলোচনা করেন তিনি। তবে কেউই কাউকে কোনো জোর করেন না। তিনি রাজি হয়েছেন মানে তাঁর বক্তব্যটাই শেষ কথা। তবে সিনেমা সিরিজে অভিনয়ের আগে একটা শর্ত রাখেন রঞ্জিত মল্লিক।
কোনো অশালীন চরিত্রে তিনি অভিনয় করবেন না, স্পষ্ট কথা প্রবীণ অভিনেতার। ওয়েব সিরিজে এখন যৌনতার ছড়াছড়ি। রঞ্জিত মল্লিক বলেন, তাঁরা চিরকাল পারিবারিক ছবিতে অভিনয় করে এসেছেন। পরিবারের সঙ্গে বসে দেখা যাবে না, এমন কোনো চরিত্রে তিনি অভিনয় করবেন না।
 
			 





 Made in India
 Made in India