বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের সুখবর এলো যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) সংসারে। তিনি এবং তার স্ত্রী হেজেল কিচ আজ দ্বিতীয়বার অনুভব করলেন সন্তান সুখ। একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন যুবরাজ পত্নী। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই সংবাদটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভারতকে দুটি ফরম্যাটে বিশ্বকাপ জেতানো নায়ক।
যুবরাজ এই সংবাদ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন এবং বলেছেন, “আমাদের ছোট্ট রাজকুমারী ‘আউরা’-কে স্বাগত জানাচ্ছি। সেই নিদ্রাহীন রাতগুলোকে ও সুন্দর করে তুলেছিল। আজ যেন আমার পরিবার সম্পূর্ণ হলো।”

গতবছর অর্থাৎ ২০২২ সালেই পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন যুবরাজ। সেই বছর তার স্ত্রী হেজেল জন্ম দিয়েছিলেন তাদের প্রথম পুত্রসন্তানের। যুবরাজ ও হেজেল সেই সন্তানের নাম রেখেছিল ওরিয়ন কিচ সিং। ২০২২ সালের জানুয়ারি মাসে জন্ম হয়েছিল তার।
আরও পড়ুন: ভারতীয় দলে যুবরাজের জায়গা কে নেবেন? BCCI-কে জানিয়ে দিলেন সৌরভ
বিশ্বকাপ জয়ী তারকা হেজেলের সঙ্গে সম্পর্কে গড়েছিলেন নিজে পছন্দ করেই। প্রথমে খুব বেশি আগ্রহী না হলেও ধীরে ধীরে যুবরাজের মধ্যে থাকা ভালো মানুষটিকে বুঝতে পেরেছিলেন হেজেল। ২০১৬ সালের নভেম্বর মাসের ৩০ তারিখ তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং যুবরাজের জীবনে একটি নতুন অধ্যায়।
আরও পড়ুন: বিশ্বকাপের আগে এই ভারতীয় তারকাকে কড়া বার্তা BCCI-এর! এশিয়া কাপে ব্যর্থ হলেই বাদ যাবেন দল থেকে
যুবরাজ সিং হলেন ভারতের সেই ক্রিকেটার যিনি চিরকাল মানুষের মনে উজ্জ্বল উপস্থিতি রেখে চলবেন। আজও বিশ্বকাপের আগে তার অভাব অনুভব করছে ভারতীয় দল। নিজে দুর্দান্ত ফর্মে থেকে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জিততে ভারতকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন তিনিই। তার জীবনের এই বিশেষ দিনে গোটা ক্রিকেট বিশ্ব থেকে অভিনন্দন জানাচ্ছে।





Made in India