বাংলাহান্ট ডেস্ক : একটি বা দুটি নয়, তাও ১৬টি ফাইল ইডি (Enforcement Directorate) লিপ্স এন্ড বাউন্স কোম্পানির কম্পিউটারে ডাউনলোড করে দিয়েছে! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) এই অভিযোগে এখন উত্তপ্ত বঙ্গের রাজনীতি। ইতিমধ্যেই এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে লালবাজারেও।
কলকাতা হাইকোর্ট এবার দেখতে চাইল লিপ্স এন্ড বাউন্সের কম্পিউটারে ডাউনলোড করা সেই ১৬ টি ফাইল। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের। শুক্রবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই মামলায় জানতে চান কী রয়েছে ওই ফাইলগুলোতে?
আরোও পড়ুন : INDIA জোটের কমিটি থেকে বাদ সিপিআই(এম)! জ্বলজ্বল করছে অভিষেকের নাম, তালিকায় আর কারা?
ইডির পক্ষ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় গত ২১ শে আগস্ট তল্লাশি অভিযান চালানো হয় লিপ্স এন্ড বাউন্স কোম্পানিতে। তল্লাশির পর গোয়েন্দারা কিছু নথি নিয়ে যান ওই কোম্পানি থেকে। এরপর ওই তল্লাশি অভিযান নিয়ে একটি বিবৃতি জারি করা হয় ইডির পক্ষ থেকে। তাতে সরাসরি নাম জড়িয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আরোও পড়ুন : মূক, বধির নাবালিকাকে স্কুলের মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে গণধর্ষণ! মালদার কাণ্ডে শিউরে উঠবেন
অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন অভিষেককে। তাই আগে থেকেই অভিষেক দ্বারস্থ হয়েছেন আদালতের। সেই সংক্রান্ত মামলায় বিচারপতি শুক্রবার বলেছেন শনিবারের মধ্যে বিতর্কিত ওই ১৬টি ফাইল জমা দিতে হবে আদালতে।

এরই সাথে বিচারপতির মন্তব্য, এই মামলায় ইসিআর বাতিলের আবেদন করা হয়েছে আগে থেকেই। তাহলে কেন নতুন করে আবেদন করা হল ফের? কী করে হতে পারে একই মামলা দুটি আদালতে চলবে? এরপর বিচারপতি আদালতে ওই ১৬ টি ফাইল জমা দেওয়ার নির্দেশ দেন। নির্দেশের পর বিচারপতির মন্তব্য, “শেষ করতে চাই এই ইস্যু।” এই মামলার পরবর্তী শুনানি আছে আগামীকাল।





Made in India