বাংলা হান্ট ডেস্ক: ক্ষণে-ক্ষণে আবহাওয়ার ভোল পরিবর্তন। মৌসুমী অক্ষরেখার প্রভাবে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। এরই মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস।
পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবেনা আজ। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, অক্ষরেখা ক্রমশ্য উত্তরবঙ্গের দিকে যাবে এবং যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। তবে একেবারে রেহাই মিলবে না। রবিবার থেকেই দক্ষিণে তাপমাত্রা বাড়বে। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। মঙ্গলবার পর্যন্ত এমনই থাকবে।
আরও পড়ুন: ‘টাকা দিয়ে ঢুকে পড়লেই হল…’, প্রাথমিকের চাকরি নিয়ে বিস্ফোরক সৌগত, চরম অস্বস্তিতে তৃণমূল
বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও। তবে দক্ষিণবঙ্গের (South Bengal) কোনও জেলাতে সতর্কতা (Yellow Alert) জারি নেই। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন: ‘সরকারেরই সিদ্ধান্ত ছিল…’, নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, পার্থের দাবিতে তোলপাড়
ওদিকে উত্তরবঙ্গে আজ জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে ভয় বজ্রপাত থেকে। জারি রয়েছে সতর্কতা। রবিতে উত্তরের ওপরের দিকের জেলা গুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।





Made in India