বাংলা হান্ট ডেস্ক : জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অভিনেত্রী মিষ্টি সিং (Misty Singh)। বহুদিন ধরে প্রেম করেছেন রেমোর সাথে। আর তার গলাতেই মালা দিয়েছেন নায়িকা। শহরের এক বিলাসবহূল হোটেলে বিয়ের আসর বসে তার। এরপর যেমন হয় আর কি, বিলাসবহূল বিয়ে অর্থাৎ লাল রঙের ভারী লেহেঙ্গা এবং গহনার সাথে সেজে ওঠেন কনে বউ।
আলোয় আলোতে ভরে জীবনের দ্বিতীয় অধ্যায় শুধু করেন অভিনেত্রী মিষ্টি সিং। গহনার আতিশয্যে নায়িকার শরীর থেকে আলোর স্ফুলিঙ্গ ঠিকরে পড়ছিল। অন্যদিকে ঘিয়ে রঙা শেরওয়ানি এবং লাল কুন্দনের হার পরে ‘দুলহন’কে বাড়িতে নিয়ে আসেন রেমো। আর এই অনুষ্ঠানকে বিয়ে বললে বেশ কমই বলা হয়, এককথায় পুরো আসর ছিল চাঁদের হাট।
বিয়ের দিকে অনুষ্ঠানের গরিমা বাড়িয়ে সেখানে উপস্থিত হন মিষ্টির ঘনিষ্ঠ বন্ধু দেবচন্দ্রিমা সিংহ রায়, তৃণা সাহা, নীল ভট্টাচার্য-সহ টলি পাড়ার বহু নায়ক নায়িকা। মহা ধুমধামে সেই বিয়েবাড়ি অনুষ্ঠিত হয়। এবার খবর এসেছে যে, বিয়ের চার মাসের মধ্যেই নাকি মা হতে চলেছেন মিষ্টি সিং! এখন টলিপাড়ার হটকেক এই খবর। কিন্তু বক্তব্যের সত্যতা কতটা?
আরও পড়ুন : ‘কত নম্বরে আছি সেটা…’, TRP টপার থেকে সোজা ৪-এ যাওয়ার পর মুখ খুললেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা

খবর যে খুব ভুল তা কিন্তু মোটেই না। কারণ মিষ্টি মা হচ্ছেন বটে, কিন্তু রিয়েল লাইফে নয় বরং রিল লাইফে। আসলে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকে আসতে চলেছেন মিষ্টি। সেখানে সুহানা নামের এক অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করবেন তিনি। এর আগে সম্পূর্ণা লাহিড়ী এই চরিত্রে অভিনয় করেন। তাকে বাদ দিয়ে এবার সেখানে আসেন মিষ্টি সিং। তাই এখন যে তার মাথার ওপর বেশ গুরু দায়িত্ব রয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা।





Made in India