বাংলা হান্ট ডেস্ক : টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। তার অভিনয় ক্ষমতা যেমনই হোক না কেন, নায়িকা সংবাদ শিরোনামে থাকেন তার বিভিন্ন কারণে। কখনো তিনি বিয়ে করছেন তো কখনো তার ডিভোর্সের কেস চলছে। এই নিয়েই বারবার বিতর্ক তৈরী হয়। কিন্তু এবার আরো একবার তিনি সংবাদ শিরোনামে।
না, এবার আর কোনো বিতর্ক নয়। অভিনেত্রী সংবাদ শিরোনামে এসেছেন বিশেষ পুরস্কার নিয়ে। আপনাদের জানিয়ে দিই যে, নিন্দুকদের মুখে এক প্রকার ঝামা ঘষে ‘কুইন অফ বেঙ্গল’ (Queen of Bengal) খেতাব পেলেন শ্রাবন্তী। বুধবারই সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় এই কথা।
অন্যান্য নায়িকাদের মত শ্রাবন্তীও সোশ্যাল মিডিয়াতে নানান ঘটনা ভাগ করে নেন অনুরাগীদের সাথে। এবার সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করেন। আর সেখানেই জানা যায় এই খেতাবের কথা। ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তীর হাতে ‘কুইন অফ বেঙ্গল’ এর পুরস্কার তুলে দেওয়া হচ্ছে। এদিন অভিনেত্রী তার অনুরাগীদের সাথে সমস্ত আনন্দ ভাগ করে নেন।
আরও পড়ুন : মার্ফি নাকি জোলি, কার চেহারা নিতে গিয়ে এমন দশা এমির? সোশ্যাল মিডিয়ায় উঠলো মিমের ঝড়

উল্লেখ্য, নায়িকা কিন্তু এখন এক তারারও মালিক। গত ১৩ আগস্ট নিজের নামে তারা কেনেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়াতে ফলাও করে জানান সেকথা। তাই এখন বলাই যায় যে, তার নিজস্ব একটি তারা আকাশে জ্বলজ্বল করছে। সোশ্যাল মিডিয়াতে সেই খবর শেয়ার করে নায়িকা লিখেছেন, “এবার থেকে লিও নক্ষত্রপুঞ্জে (যা কিনা আমার রাশি) একটি তারা আমার নামে থাকছে। ইন্টারন্যাশনাল স্টার ডিরেক্টরিতে শ্রাবন্তী হিসেবে এর নাম নথিভুক্ত হয়ে গিয়েছে।” একইসাথে নায়িকা তারা কেনার প্রমাণ স্বরূপ একটি সার্টিফিকেটও পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে।





Made in India