বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) গত এক মাস ধরে ওডিআই ফরম্যাটে অসাধারণ ছন্দে রয়েছে। বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে রোহিত শর্মা, শুভমান গিল বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব প্রত্যেকেই নিজেদের সেরা ছন্দ খুঁজে পেয়েছেন। প্রতি ম্যাচে দলগতভাবে ভালো পারফরম্যান্স করে জয় পাচ্ছে ভারত।
কিন্তু এই সব কিছুর মধ্যেও এমন কিছু তারকা রয়েছেন যাদের নিয়ে চিন্তা থেকে যাচ্ছে ভারতীয় দলের। বিশ্বকাপ জয় করতে গেলে দলের প্রত্যেকের ভালো ছন্দে থাকাটা জরুরি। কিন্তু ভারতীয় দলের তিন অলরাউন্ডাড়ের অবস্থা এমন যে তাদের ওপর ভরসা করা যাচ্ছে না। একে একে দেখে নেওয়া যাক এইখানে কাদের নিয়ে চিন্তা করা হচ্ছে।

◆ শার্দূল ঠাকুর: তার ওপর রোহিত শর্মা অনেকটা বেশি ভরসা করছিলেন। মহম্মদ শামির মতো ফাস্ট বোলারকে বাদ দিয়ে তাকে এশিয়া কাপে প্রথম একাদশে রাখছিলেন হিটম্যান। কিন্তু বল হাতে ধারাবাহিকতা দেখাতে সম্পূর্ণ ব্যর্থ এই অলরাউন্ডার। ব্যাট হাতে যেটুকু সুযোগ পেয়েছেন শেষ কিছু ম্যাচে তাতে তাকে ব্যর্থই বলা যায়। বিশ্বকাপের প্রথম একাদশে তাকে রাখা উচিত কিনা সেই নিয়ে রোহিত শর্মাকে হয়তো নতুন করে ভাবতে হবে।

◆ অক্ষর প্যাটেল: বাকিদের তুলনায় সুযোগ কম পেয়েছেন, কিন্তু বছরের প্রথম দিকে তাকে যে অসাধারণ ছন্দে দেখা গিয়েছিল সেই ছন্দের ধারে কাছেও নেই তিনি। এখন আপাতত চোটের জন্য বাইরে রয়েছেন। কিন্তু ব্যাটিং বা বোলিং কোনও দিক দিয়েই তিনি প্রভাবিত করতে পারেননি স্বল্প সুযোগে। বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠলেও তাকে হয়তো গোটা বিশ্বকাপটাই বেঞ্চে বসে কাটাতে হবে।
আরও পড়ুন: রোহিত শর্মা, বিরাট কোহলিকে ইতিহাস গড়া থেকে আটকে দিল BCCI! নেওয়া হলো এই বড় সিদ্ধান্ত

◆ রবীন্দ্র জাদেজা: খুব ভালো বোলিং করছে না এমনটা বলা যাবে না। একজন অলরাউন্ডার হিসেবে তিনি ভারতীয় দলে রয়েছেন। কিন্তু তার দ্বিতীয় কাজটা অর্থাৎ ব্যাটিংয়ে সাম্প্রতিক অতীতে একেবারেই বলার মত কিছু করে দেখাতে পারেননি তিনি। এই বিষয়টা কিছুটা চিন্তায় রাখবে রোহিত শর্মাকে।





Made in India