বাংলা হান্ট ডেস্ক: আজ থেকে রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদল। আবহাওয়া দফতরের ( Weather Office) পূর্বাভাস, পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়া ঘূর্ণাবর্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে ( Depression ) পরিণত হবে। পরে এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। যা উত্তর-পশ্চিম অভিমুখে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হবে।
এর জেরে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। IMD রও পূর্বাভাস, শনি ও রবিবার পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি হতে পারে। ঘূর্ণাবর্ত ও পূর্ব নিম্নচাপের জোড়া ফলায় ফের ভিজবে রাজ্য। আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
উপকূল অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুররে। অন্যদিকে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির আবহাওয়াই বহাল থাকার সম্ভাবনা।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে মাথা ঘুরে যাওয়া মোড়! এবার প্রভাবশালীর ফোনে সুজয়কৃষ্ণর হোয়াটসঅ্যাপ চ্যাট
আজ থেকে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তাপমাত্রাও কিছুটা কম থাকবে। ছুটির দিনে পুজোর শপিং এর প্ল্যান থাকলে তা পন্ড হওয়ার প্রবল সম্ভাবনা। ওদিকে শহরে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। মশাবাহিত বিভিন্ন রোগের চোখরাঙানি। বৃষ্টি না কমলে ডেঙ্গিও কমার সম্ভাবনা নেই। উল্টে ডেঙ্গির প্রকোপ আরও বাড়তে পারে।

আপাতত ২-৩ দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাছাড়া বাকি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ২ তারিখের পর থেকে ফের বৃষ্টির সম্ভাবনা।





Made in India