বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে রোজই মন খারাপ করা আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বর্তমানে নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ মিটার উচ্চতায় অবস্থান করছে। এর জেরে আজ ও শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিবর্তন হতে পারে। তবে আজ ও কাল বহাল থাকবে বৃষ্টি। শুক্রবার দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।
শুক্রবার উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে সতর্কতা জারি রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে বেশি বৃষ্টি হওয়ার পূর্বাভাস। বাকি উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল।
আরও পড়ুন: ‘নরেন্দ্র মোদীর যা আছে, আমরা তার দশগুণ…’, হঠাৎ একি বললেন অভিষেক, তোলপাড় সর্বত্র
৬ তারিখ অর্থাৎ শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গেরও (South Bengal) একাধিক জেলায় জারি রয়েছে সতর্কতা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন: ‘আমার লেখা চিঠি ফাঁস করছেন শুভেন্দু’, এবার সুপ্রিম কোর্টে যাবেন অভিষেক? ED-কে হুঁশিয়ারি
আপাতত দুই বঙ্গেই তাপমাত্রা কম থাকবে। দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। শুক্রবার পর্যন্ত গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা আছে। তাই আপাতত তাপমাত্রার বৃদ্ধি ঘটবে না।





Made in India