বাংলা হান্ট ডেস্ক: টাটা ন্যানো (Tata Nano), একেবারে ছোটখাটো চেহারার এই গাড়িটিকেই বহু জায়গায় বর্ষীয়ান শিল্পপতি রতন টাটার (Ratan Tata) “স্বপ্নের গাড়ি” হিসেবে বিবেচিত করা হয়েছে। মূলত, মত্তবিত্তদের কথা মাথায় রেখেই তাঁদের সাধ্যের মধ্যে এই গাড়ি নিয়ে এসেছিল সংস্থাটি। শুধু তাই নয়, “এক লাখি” গাড়ি হিসেবেও বাজারে আত্মপ্রকাশ ঘটেছিল ন্যানোর।
তবে, এই গাড়ি বাজারে নিয়ে আসতে গিয়ে কম ধাক্কা সামলাতে হয়নি টাটাদের। কারণ, প্রথম পরিকল্পনা অনুযায়ী ঠিক হয়েছিল যে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে গড়ে উঠবে ন্যানো কারখানা। যদিও, জমিজটের কারণে টাটা ন্যানোর উৎপাদন সিঙ্গুরে সম্ভব হয়নি। পাশাপাশি, এই বিষয়টি রাজনৈতিক ময়দানকেও প্রভাবিত করেছিল। এমতাবস্থায় সিঙ্গুর থেকে গুজরাতের সানন্দে ন্যানো কারখানা সরে যায় এবং ২০০৮ সালে শুরু হয় ন্যানোর যাত্রাপথ।

যদিও, এই গাড়ি বাজারে আসার পর তেমন জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। যার ফলে ন্যানোর ব্যবসা তেমন লাভজনকও হয়নি। এমনকি, একটা সময়ে ওই গাড়ি রীতিমতো উধাও হয়ে যায়। আজকাল খুব একটা দেখা পাওয়া যায় না এই গাড়ির। পাশাপাশি, ২০১৮ সালে শেষ বার উৎপাদন হয়েছিল টাটা ন্যানো।
আরও পড়ুন: উৎসবের মরশুমে RBI-এর দুর্দান্ত উপহার! নেওয়া হল এই বড় সিদ্ধান্ত, জেনে আনন্দে লাফাবেন আপনিও
তবে, এবার একটি বড় তথ্য সামনে এসেছে। মূলত, শোনা যাচ্ছে যে, এবার একেবারে নতুন লুকে ফের বাজারে আসতে পারে ন্যানো। যদিও সংস্থার তরফে এই বিষয়ের পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তবে, এই খবর প্রকাশ্যে আসতেই গাড়িপ্রেমীদের মধ্যে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ২৪ বছরে ১৬ বার ফেল, করতে হয়েছে শ্রমিকের কাজও, এবার সরকারি চাকরি পেয়ে নজির গড়লেন এই ব্যক্তি
পাশাপাশি, অনেকেই জানতে চেয়েছেন যে, নতুন ন্যানোর লুক ঠিক কতটা স্টাইলিশ হবে। এমতাবস্থায়, অনেকে আবার নিজেদের বিভিন্ন ভাবনার কথাও সামনে এনেছেন। সেই তালিকায় রয়েছেন শিল্পী নবীন আদিত্যও। শুধু তাই নয়, নতুন টাটা ন্যানো সম্ভাব্য কেমন দেখতে হতে পারে সেই ছবিও প্রকাশ করেছেন নবীন। যেটি দেখে অবাক হয়ে গিয়েছেন সবাই।

যেখানে দেখা গিয়েছে গাড়িটির আগের ন্যানোর মতো কাঠামো থাকলেও লুক একেবারে অন্যরকম। পাশাপাশি, ঝাঁ চকচকে ন্যানোতে দেখা গেছে এলইডি হেডলাইট এবং গাড়ির মাথায় রয়েছে রুফ ট্র্যাক। এদিকে, শোনা যাচ্ছে যে, মূলত ইলেক্ট্রিক গাড়ি হিসাবে ন্যানোর প্রত্যাবর্তন ঘটাতে পারে টাটা মোটরস। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, নতুন টাটা ন্যানোর চেহারার মধ্যে রয়েছে এসইউভি-র ছোঁয়াও।





Made in India