বাংলাহান্ট ডেস্ক: বাংলাহান্ট ডেস্ক: দুর্গাপুজো মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। পুজোর কটা দিন রাস্তায় নেমে আসে গোটা বাঙালি সমাজ। ধনী-দরিদ্র নির্বিশেষে পুজোর কটা দিন হইহুল্লোড় করে কাটায় সবাই। গোটা দেশের মধ্যে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সব থেকে বড় পুজোগুলি হয়ে থাকে। সেই প্যান্ডেলগুলি দেখার জন্য মানুষ কলকাতায় ছুটে আসেন দূর-দূরান্ত থেকে।
ঠাকুর দেখা শেষ হলে আমাদের যে চিন্তাটা সবথেকে বড় হয়ে দাঁড়ায় সেটি হল বাড়ি ফেরা। রাত্রিবেলা যানবাহনের অভাবে অনেক সময় সমস্যায় পড়তে হয় দর্শনার্থীদের। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে হাওড়া ডিভিশনে (Howrah Division) বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। রাত ১টা বেজে গেলেও আর থাকবে না বাড়ি ফেরার চিন্তা।
আরোও পড়ুন : থাকে গণেশেরই পাশে, স্নানও করানো হয় সপ্তমীতে! কিন্তু, এই কলাবউ আসলে কী জানেন ?
বর্ধমান থেকে রাত ৯.৪০ মিনিটে হাওড়া-বর্ধমান একজোড়া ইএমইউ স্পেশাল ট্রেন ছেড়ে ব্যান্ডেল হয়ে হাওড়া পৌঁছাবে। রাত ১২টা ৪৫ মিনিটে এই ট্রেন ফের রওনা দেবে হাওড়া থেকে। এই দুটি ট্রেন চলবে ২১শে অক্টোবর থেকে। ডানকুনি হয়ে চলাচল করবে হাওড়া-বর্ধমান দুটি ট্রেন। এই ট্রেনটি রাত ১০ঃ৩০ মিনিটে বর্ধমান থেকে হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে।
আরোও পড়ুন: দু’বার হোঁচটের পর তৃতীয়বারে সাফল্য! সপ্তমীতেই সফল উৎক্ষেপণ গগনযানের, সুখবর শোনাল ISRO
এরপরে ট্রেনটি হাওড়া থেকে ফের রওনা দেবে রাত ১:১৫ মিনিটে। রাত ১১ টা ৩০ মিনিটে হাওড়া-ব্যান্ডেল একজোড়া ইএমইউ স্পেশাল ব্যান্ডেল থেকে রওনা দেবে। এরপর সেটি হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দেবে রাত ১টায়। শ্যাওড়াফুলি-তারকেশ্বর একজোড়া ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে রাত ১১টায় এবং রাত ১২:২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

রাত ১টা ৫০ মিনিটে হাওড়া-বর্ধমান (ভায়া ব্যান্ডেল) একজোড়া মেমু লোকাল হাওড়া থেকে ছাড়বে। এই ট্রেনটি ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে স্টপেজ দেবে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত। ফলে, পুজোর দিনগুলিতে আমজনতার ভিড়কে কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব হবে। পাশাপাশি দুর্ভোগ কমবে যাত্রীসাধারণের।





Made in India