বাংলাহান্ট ডেস্ক : গোটা বঙ্গ এখন মেতে দুর্গাপুজোর আনন্দে। এমন আবহে মন খারাপ করে দেওয়া খবর শোনাচ্ছে হাওয়া অফিস। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের নিম্নচাপ ধেয়ে আসবে সুন্দরবনের উপকূলে। তাই দুর্যোগের আশঙ্কা তৈরি হচ্ছে পুজোর শেষ লগ্নে। দুর্যোগের ফলে মৎস্যজীবীদের দশমী থেকে দুই দিন সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
পুজোর শুরুতে রোদ ঝলমলে আকাশ থাকলেও, শেষ লগ্নে অসুর হতে পারে নিম্নচাপ। বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপ রিকার্ভ করবে অন্ধ্র-ওড়িশা উপকূলে এসে। উপকূল বরাবর এই নিম্নচাপ অগ্রসর হতে পারে উত্তর বঙ্গোপসাগরের দিকে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় নিম্নচাপের অভিমুখ থাকতে পারে।
আরোও পড়ুন : দুর্দান্ত খবর! এবার রাত ১টা বেজে গেলেও পেয়ে যাবেন ট্রেন, বাড়ি ফেরার চিন্তা কমালো রেল
এরফলে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে। একই সাথে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলিতে। দুর্যোগ বৃদ্ধি পেতে পারে দশমী থেকে দ্বাদশীর মধ্যে। মৎস্যজীবীদের তাই সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে দশমী ও একাদশীর দিন। উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব অষ্টমীর দিন পর্যন্ত রাজ্যে বজায় থাকবে।
আরোও পড়ুন : থাকে গণেশেরই পাশে, স্নানও করানো হয় সপ্তমীতে! কিন্তু, এই কলাবউ আসলে কী জানেন ?
আপাতত পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনাও নেই। তবে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করবে সোমবার থেকে। উপকূলের জেলায় মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে আগামী মঙ্গলবার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিন।

উপকূলের জেলাগুলিতে হালকা ঝোড়ো হাওয়া ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় কমবে বৃষ্টিপাত। জলীয় বাষ্পের পরিমাণ কমার সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া অনুভূত হবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই পুজোর কয়েকটা দিন।





Made in India