বাংলা হান্ট ডেস্কঃ প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) পয়লা বাইশ ওয়ার্ডের ৭ নম্বর সেলে রাখা হয়েছে রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick)। রবিবার জেলযাত্রা হয় মন্ত্রীর। আর তারপর থেকেই একের পর এক বায়না। নিত্যনতুন আবদার।
প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, জেলে মোবাইল ফোন ব্যবহারের আর্জি জানিয়েছেন জ্যোতিপ্ৰিয়। পাশাপাশি বুধবার তার মুখে উঠে এল রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর নাম। যা নিয়ে শোরগোল তুঙ্গে। শুরু রাজনৈতিক তরজা।
প্রসঙ্গত, ২৭ অক্টোবর রেশন দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্ৰিয়। তারপর শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন তিনি হাসপাতালে ছিলেন। এরপর গত রবিবার রাতে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয়েছে তাকে। আর তারপর থেকেই গন্ডগোল।
আরও পড়ুন: গভীর নিম্নচাপ! ৩৬ ঘণ্টা চলবে ঝড়-বৃষ্টি, কলকাতায় জারি অরেঞ্জ অ্যালার্ট, ভাসবে দক্ষিণবঙ্গের ৫ জেলা
যখন জ্যোতিপ্ৰিয়কে পয়লা বাইশ ওয়ার্ডের ৭ নম্বর সেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তিনি বারংবার তাতে আপত্তি জানিয়েছেন। ওই একই সেলে থাকা আরও তিন ঘাসফুল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যদের সাথেও দেখা করতে আপত্তি জানিয়েছেন তিনি। মন্ত্রীর দাবি, তিনি অসুস্থ, তাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হোক।

সূত্রের খবর, জেলে সুবিধা আদায় করতে এক প্রভাবশালী মন্ত্রীর নাম নিয়েছেন জ্যোতিপ্ৰিয়। তবে মন্ত্রীর কোনও তর্জন-গর্জনেই কোনও কাজ হয়নি। সেই ৭ নম্বর সেলেই রাখা হয়েছে তাকে। শুতে দেওয়া হচ্ছে মেঝেতে। আর কপালে জুটছে ‘জেলের ভাত’।





Made in India