বাংলা হান্ট ডেস্কঃ গত বছর সেই পুজোর আগে থেকে একাধিক ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা। এদিকে নতুন বছরের শুরুতেই থাকছে নতুন ছুটি। আসন্ন ফেব্রুয়ারী মাসে টানা দুদিন বন্ধ (Holiday) থাকছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। আগামী শিক্ষাবর্ষে কোন কোন দিন স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি (School Holiday List 2024) থাকবে সেই তালিকা আগেই প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৪ অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, এবারের সরস্বতী পুজোয় (Saraswati Puja) টানা দুদিন ছুটি থাকছে।
মধ্যশিক্ষা পর্ষদের ছুটির তালিকা অনুযায়ী ২০২৪ শিক্ষাবর্ষে মোট ৬৫ দিন ছুটি পাবেন স্কুল শিক্ষক থেকে পড়ুয়ারা। তবে শুধুমাত্র মধ্যশিক্ষা পর্ষদের আওতাধীন স্কুলগুলিই এই ছুটি পাবে। এই ৬৫ দিন ছুটির মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে সরস্বতী পুজোয় ছুটি। সেখানেই দেখা যাচ্ছে টানা দুদিন ছুটি থাকছে সরস্বতী পুজোয়। পাশাপাশি দোলযাত্রাতেও দুদিন ছুটি থাকছে।
জানিয়ে রাখি, এবার সরস্বতী পুজো পড়েছে ১৪ ফেব্রুয়ারি। অর্থাৎ ওই দিন দিন এমনিতেই ছুটি থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে দেখা যাচ্ছে ১৪ ফেব্রুয়ারীর পাশাপাশি আগের দিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারিও ছুটি রাখা হয়েছে।

সরস্বতী পুজোর মতই দোলযাত্রাতেও দুদিন ছুটি থাকছে। এবার পড়েছে ২৫ মার্চ। ২৫ মার্চ সোমবার, তার আগের দিন রবিবার এমনিতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটি থাকবে। এরপর ২৫ মার্চ সোমবার এবং ২৬ মার্চ হোলি উপলক্ষে পরপর দুদিন ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠান।
আরও পড়ুন: এবার তাণ্ডব চালাবে শৈত্যপ্রবাহ! চরম সতর্কতা দক্ষিণবঙ্গের ৫ জেলায়: আবহাওয়ার খবর
ওদিকে ২০২৪ সালের এই ৬৫ দিনের মধ্যে ২৫ দিন রয়েছে পুজোর ছুটি। গরমের ছুটি থাকছে ১০ দিন।
পুজোর ছুটি :
মহালয়া – ২ অক্টোবর (বুধবার)
দুর্গাপুজো – সপ্তমী – ১০ অক্টোবর (বৃহস্পতিবার)
দুর্গাপুজো – অষ্টমী+ নবমী – ১১ অক্টোবর (শুক্রবার)
দুর্গাপুজো – দশমী – ১২ অক্টোবর (শনিবার)
লক্ষ্মীপুজো – ১৬ অক্টোবর (বুধবার)
কালীপুজো – ৩১ অক্টোবর (বৃহস্পতিবার)





Made in India