বাংলাহান্ট ডেস্ক: আগামী ২২ শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে অযোধ্যার রাম লালার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং প্রাণ প্রতিষ্ঠা করবেন বিগ্রহের। প্রাণ প্রতিষ্ঠার এক সপ্তাহ আগে থেকেই যাবতীয় আচার নীতি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। আজ এই আচার-নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ পালিত হবে।
আজই রাম লালার মূর্তি অযোধ্যা মন্দিরের ভিতরে প্রবেশ করবে। রাম লালার মূর্তি গর্ভ গৃহে স্থাপন করা হবে আগামীকাল। ২২শে জানুয়ারি মন্দির উদ্বোধনের দিন রাম লালার আসল মূর্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গর্ভগৃহে প্রবেশ করবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন। রামের আসল আবক্ষ মূর্তির সাথে তৈরি করা হয়েছে আরও একটি মূর্তি।
আরোও পড়ুন : ভারতের পর এবার খেল দেখাল ইরান! জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তানের মাটিতে হামলা, চাপে ইসলামাবাদ
প্রধানমন্ত্রী সেই মূর্তিতেও চক্ষুদান করবেন। এই প্রাণ প্রতিষ্ঠা করা হবে দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২ টা ৪৫ মিনিটের শুভ তিথির মধ্যে। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রে খবর, আজ নবনির্মিত রাম মন্দিরে আনা হবে রাম লালার মূর্তি। জলযাত্রা, তীর্থ পুজো, ব্রাহ্মণ-বটুক-কুমারী-শুভাসিনী পুজো শুরু হবে দুপুর ১ টা ২০ মিনিট থেকে।
আরোও পড়ুন : হঠাৎ ‘ওয়েদার চেঞ্জ’! বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গই, ঠান্ডা বাড়বে নাকি কমবে? দেখুন আজকের আবহাওয়া
আচার্য গনেশ্বর শাস্ত্রী দ্রাবিড় জানিয়েছেন, কলস যাত্রার পর মন্দির চত্বরে প্রদক্ষিণ করা হবে রাম লালার মূর্তি নিয়ে। মোদি এছাড়াও গর্ভগৃহে উপস্থিত থাকবেন আরও চারজন। এরা হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের প্রধান মোহন ভগবত ও মন্দিরের প্রধান পুজারী আচার্য সত্যেন্দ্র দাস।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও রাম মন্দির উদ্বোধনের আগে ৭ দিন কঠোরভাবে সমস্ত নিয়ম নীতি পালন করছেন। আজ প্রধানমন্ত্রী যাবেন কেরলের রাম মন্দির দর্শনে। জানা যাচ্ছে প্রধানমন্ত্রী প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আগামী শুক্রবার থেকে একবেলা খাবার গ্রহণ করবে। পাশাপাশি সেদিন থেকে তিনি শোবেন মাটিতে।





Made in India