বাংলাহান্ট ডেস্ক : করোনা মহামারীতে গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল। যথাযথ ওষুধ ও ভ্যাকসিন না থাকার কারণে গোটা মানব সভ্যতা প্রশ্ন চিহ্নের মুখে পড়েছিল। তবে এবার বিজ্ঞানীরা তার থেকেও বড় ভয়ঙ্কর এক ভাইরাসের কথা শোনালেন। বিজ্ঞানীদের আশঙ্কা পৃথিবীতে যেকোনো সময় এই ভয়ংকর ভাইরাস হানা দিতে পারে।
এই মারণ ভাইরাসের ফলে ফের একবার বিপদের মুখে পড়তে পারে গোটা মানব সভ্যতা। বৈজ্ঞানিক মহল এই অজানা ভাইরাসের নাম দিয়েছে জম্বি ভাইরাস। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করছে বৈজ্ঞানিকরা বলেছেন, আন্টার্টিকার বরফের নিচে রয়েছে এই ভয়ানক জম্বি ভাইরাস। ক্রমাগত পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করেছে।
আরোও পড়ুন: বিদ্যুৎ খরচ ১ টাকা প্রতি ইউনিট! একদম সস্তায় সোলার প্যানেল আনল পতঞ্জলি, দেখুন কত পড়বে দাম
এরফলে ৪৮,৫০০ বছর ধরে লুকিয়ে থাকা জম্বি ভাইরাস বাইরে বেরিয়ে আসবে। ফ্রান্সের এইক্স-মার্সেলি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেন মাইকেল ক্লাভেরি জানাচ্ছেন, বর্তমানে একটি কঠিন রোগের আশঙ্কা করা হচ্ছে যেটি দুনিয়ার দক্ষিণাঞ্চল থেকে শুরু হয়ে তা উত্তরেও ছড়িয়ে পড়তে পারে।
আরোও পড়ুন : হঠাৎ রাম মন্দিরের গর্ভগৃহে হাজির হনুমান, ‘স্বয়ং বজরংবলি এসেছেন’, দেখে বললেন ভক্তরা
অতিমারী বিশেষজ্ঞরা বিষয়টির উপরে নজর রেখে চলেছেন। আমার মনে হয়ে মেরুপ্রদেশে বরফের তলায় এমন ভাইরাস লুকিয়ে রেয়েছে যা নতুন করে একটি মহামারীর সৃষ্টি করতে পারে।’ প্রসঙ্গত, বিজ্ঞানীরা সাইবেরিয়ায় ২০১৪ সালে ৪৮৫০০ বছর পুরনো ভাইরাসের সন্ধান পেয়েছিলেন। সেই নিয়েই চর্চা তুঙ্গে।

তাহলে কি বিজ্ঞানীরা সেই জল্পনাই আবার উস্কে দিচ্ছেন? রটাডামের ইররাসমাস মেডিক্যাল সেন্টারের বিজ্ঞানী মেরিয়ন কুপারম্যান বলছেন, জম্বি ভাইরাস মেরু অঞ্চলের বরফের নিচে রয়েছে কি না তা এখনো সঠিক জানা নেই। তবে এই ভাইরাস যদি বায়ুমন্ডলে ছড়িয়ে পড়ে তাহলে তা ভয়ানক হতে পারে।





Made in India