বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় খবর সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাশিয়ায় (Russia) ভারতের (India) মেশিনারি, অটো যন্ত্রাংশ এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং সামগ্রীর বার্ষিক রফতানি চলতি অর্থবর্ষে গত ডিসেম্বর মাস পর্যন্ত ৯ মাসে দ্বিগুণ হয়ে ১ বিলিয়ন ডলারেরও বেশি হয়েছে। আর এর প্রধান কারণ হল মস্কো রুপিতে এই বাণিজ্যের নিষ্পত্তি করছে। ইতিমধ্যেই রফতানিকারী গোষ্ঠীর একজন শীর্ষ আধিকারিক এই বিষয়টি সামনে এনেছেন।
উল্লেখ্য যে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর পশ্চিম মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করার জেরে রাশিয়া মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় বাণিজ্য করার জন্য চিন, ইরান এবং ভারত সহ একাধিক দেশের সাথে চুক্তি করেছে। এমতাবস্থায়, ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল অফ ইন্ডিয়া (Engineering Export Promotion Council Of India, EEPC)-র চেয়ারম্যান অরুণ গারোদিয়া বুধবার রয়টার্সকে জানিয়েছেন জাতীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তির একটি পেমেন্ট মেকানিজম চালু করার পর “রাশিয়ায় আমাদের ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি বৃদ্ধি পাচ্ছে।”
ভারতীয় রফতানিকারক এবং সরকারি আধিকারিকরা গত মঙ্গলবার একটি পৃথক অনুষ্ঠানে জানিয়েছেন যে, ইউক্রেনের যুদ্ধের মতো সামরিক উদ্দেশ্যে যে যে আইটেম ব্যবহার করা যাবে না তা নিশ্চিত করার লক্ষ্যে রফতানির বিষয়ে কঠোর জাতীয় নির্দেশিকা রয়েছে। জানিয়ে রাখি যে, ভারত এবং রাশিয়া কয়েক দশক ধরে ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে। যদিও, নয়াদিল্লি সম্প্রতি সীমান্তের ওপারে চিনের পুনরুত্থানের আবহে আমেরিকার সাথেও গভীর সম্পর্ক গড়ে তুলেছে।

২০২২ সালের শেষের দিকে, রাশিয়া ভারত এবং অন্যান্য দেশগুলির সাথে এক্সেল, ক্র্যাঙ্কশ্যাফ্ট, ফাস্টেনার, পিস্টন, বাম্পার, বিয়ারিং এবং ওয়েল্ডিং সামগ্রী সহ কয়েকশ আইটেমের একটি তালিকা শেয়ার করেছে। এমতাবস্থায়, সামগ্রিকভাবে মার্চে শেষ হওয়া চলতি অর্থবর্ষে, ভারতীয় রফতানিকারীরা রাশিয়ার কাছ থেকে রুপিতে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাবে বলে আশা করা হচ্ছে। তবে, ভারত এখনও আনুষ্ঠানিকভাবে স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তির পরিসংখ্যান প্রকাশ করেনি।
আরও পড়ুন: এবার AI-এর দুনিয়ায় ধামাকা Reliance-এর! লঞ্চ হল Jio Brain, লক্ষ লক্ষ মানুষের কাজ হবে সহজ
গারোদিয়া জানান, “রফতানিকারীরা খুশি যে তাঁরা রাশিয়ায় রপ্তানির জন্য রুপিতে অর্থপ্রদান পাচ্ছেন।” মূলত, বিশ্বব্যাপী চাহিদা হ্রাস এবং লোহিত সাগরে শিপিংয়ের সময়ে ইয়েমেনের হুথিদের আক্রমণের কারণে অন্যান্য অঞ্চলে রফতানিতে পতন সত্ত্বেও এই পরিসংখ্যান সামনে এসেছে। EEPC জানিয়েছে, রাশিয়ায় ভারতের ইঞ্জিনিয়ারিং আইটেম রফতানির ইয়ার-অন-ইয়ার গ্রোথ ডিসেম্বরে ৮৮ শতাংশ হয়েছে। যেখানে এপ্রিল-ডিসেম্বর সময়ের জন্য তারা এটি ১৩০ শতাংশ লাফিয়ে ১.০৩ বিলিয়ন ডলার হয়েছে।
আরও পড়ুন: “রাম আমাদের সবার পূর্বপুরুষ”, ১৫০ কিমি হেঁটে রামলালাকে দর্শন করলেন ৩৫০ জন মুসলিম ভক্ত
গারোদিয়া বলেন, অটো যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জাম এবং যন্ত্রপাতি সহ রাশিয়ায় ভারতীয় ইঞ্জিনিয়ারিং দ্রব্যের রফতানি ৩১ মার্চের মধ্যে ১.৫ বিলিয়ন ডলার ছুঁয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে, ভারতীয় বাণিজ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষের প্রথম ৮ মাসে রাশিয়ায় ভারতের মোট রফতানি বার্ষিক ৪৬.২ শতাংশ বেড়ে ২.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে, ওই একই সময়ের মধ্যে আমদানি ৫৪.৮ শতাংশ বেড়ে ৪০.৫ বিলিয়ন ডলার হয়েছে।





Made in India